×

খেলা

কোহলি বন্দনায় শোয়েব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ০১:১৩ পিএম

কোহলি বন্দনায় শোয়েব
বর্তমানে ক্রিকেটের তিন ফরমেটেই সবার চেয়ে সেরা ও দুর্দান্ত ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি। তার চমৎকার খেলার সামর্থ্য ও প্রতিভা নিয়ে সংশয় নেই কারও। তবে খেলার মাঠে আচরণের জন্য দারুণ সমালোচনার মুখোমুখি হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক দুর্দান্ত পেসার শোয়েব আখতার কোহলির সমালোচনা না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তার মতে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় কোহলি। আর আগ্রাসী আচরণ দেখানো ক্রিকেটের একটি অংশ। খেলার সময় আগ্রাসী হলে কেন সমালোচনা হবে? অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় বোর্ড বিরাট কোহলিকে সংযত হয়ে চলতে বলেছিল। কিন্তু সে সতর্কবাণীতে কাজ হয়নি। সদ্য শেষ হওয়া পার্থ টেস্টে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে মাঠে তর্কে লিপ্ত হয়েছিলেন। মাঠে প্রতি পক্ষের অধিনায়ককে যেভাবে উত্ত্যক্ত করলেন তাতে অনেকেই সমালোচনা করেছেন কোহলির। এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ থেকে শুরু করে অজি পেসার মিচেল স্টার্কসহ অনেকে। তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড় শোয়েব নিজের টুইটার অ্যাকাউন্টে কোহলির সমর্থনে লিখেছেন, আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলি। খেলার মাঠে আগ্রাসী মনোভাব দেখানো ক্রিকেটের অংশ। বিশেষত আপনি যখন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো জায়গায় খেলতে যান, আর যতক্ষণ পর্যন্ত বিষয়টা সীমার মধ্যে থাকে। অনুগ্রহ করে কোহলিকে তার মতো খেলতে দিন। এ ছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং কোহলি-পেইন বিবাদকে স্বাভাবিক হিসেবেই দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App