×

খেলা

আজ মাঠে গড়াচ্ছে বিসিএল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ পিএম

আজ মাঠে গড়াচ্ছে বিসিএল
ভিন্ন ভিন্ন ভেন্যুতে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের খেলা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে উত্তরাঞ্চলের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। ইতোমধ্যেই শেষ হয়েছে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডের প্রতিটি ম্যাচই ড্র হয়েছে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের করা ৪৭৩ রানের বিপরীতে নিজেদের দুই ইনিংসে ২৫৮ এবং ৫ উইকেটে ৩৭৭ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। দুর্দান্ত এক সেঞ্চুরি করায় পূর্বাঞ্চলের ওপেনার শামসুর রহমান ম্যাচসেরা নির্বাচিত হন। অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা মধ্যাঞ্চলের দুই ইনিংসে করা ২২০ এবং ৩১৮ রানের বিপরীতে ২৫৫ এবং ৯ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে উত্তরাঞ্চল। দুই ইনিংসে সর্বোচ্চ ১০টি উইকেট নিয়ে উত্তরাঞ্চলের ইবাদত হোসেন ম্যাচসেরা নির্বাচিত হন। এর আগে প্রথম রাউন্ডের খেলায় দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৭৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে মধ্যাঞ্চল। আর উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচটি ড্র হয়। দ্বিতীয় রাউন্ড শেষে ১৩.৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে মধ্যাঞ্চল। নিজেদের দুই ম্যাচই ড্র করে ৭.৯৯ এবং ৭.৯৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একটি হার এবং একটি ড্র করে ৪.৩৯ পয়েন্ট অর্জন করেছে দক্ষিণাঞ্চল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App