×

খেলা

ম্যারাডোনাকে টপকে গেলেন ‘জামাতা’ আগুয়েরো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০১:০৯ পিএম

কদিন আগে ম্যানচেস্টার সিটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন সার্জিও আগুয়েরো। রেকর্ড গড়ার সেই ধারাবাহিকতায় আর্জেন্টাইন ফরোয়ার্ড অন্য রকম একটা কীর্তি গড়লেন শনিবার রাতেও। তার শেষ মুহূর্তেই গোলেই শনিবার প্রীতি ম্যাচে রাশিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। দেশকে জয় এনে দেওয়া এই গোলের মাধ্যমে আগুয়েরো টপকে গেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে এক সময় তারা ছিলেন জামাই-শ্বশুর। ম্যারাডোনার কনিষ্ট মেয়ে জিয়ান্নিনাকে বিয়ে করেছিলেন আগুয়েরো। বেঞ্জামিন নামে তাদের ঘরে একটি ছেলেও আছে। যার সুবাদে ম্কিযারাডোনা পেয়েছিলেন প্রথম নানা হওয়ার স্বাদ। কিন্তু আগুয়েরো-জিয়ান্নিনার সংসার শেষ পর্যন্ত টেকেনি। ২০০৯ সালে বিয়ের পর ২০১২ সালেই বেজে যায় বিচ্ছেদের সুর। ফলে ম্যারাডোনার ‘শ্বশুর’ পদবি ও আগুয়েরোর ‘জামাই’ পদবির সঙ্গে জুড়ে গেছে ‘সাবেক’ শব্দটি। শনিবার সেই সাবেক শ্বশুরকে টপকে গেলেন আগুয়েরো। কালকের আগে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আগুয়েরোরও গোল ছিল ম্যারাডোনার সমান ৩৪টি। কালকের গোলটি দিয়ে আগুয়েরোর এখন গোল হয়ে গেল ৩৫টি। যে সংখ্যাটি তাকে বসিয়ে দিয়েছে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে। যেখানে তার সঙ্গী সাবেক ফরোয়ার্ড হার্নান ক্রেসপো। তারও গোল ৩৫টি। ৫৪ গোল নিয়ে দুই নম্বরে ‘বাতিগোল’ নামে পরিচিত গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ৬১ গোল নিয়ে সবার উপরে লিওনেল মেসি। বিশ্ব ফুটবল ইতিহাসে ডিয়েগো ম্যারাডোনার আসন অনেক উঁচুতে। জাতীয় দলের জার্সিতে গোল সংখ্যায় সেই কিংবদন্তি ম্যারাডোনাকে পেছনে ফেলা অবশ্যই দারুণ এক কীর্তি, গর্বের ব্যাপার। কিন্তু ২৯ বছর বয়সী আগুয়েরো তা নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখাননি। সাংবাদিকরাও তাকে ম্যারাডোনাকে টপকে যাওয়ার বিষয়টি মনে করিয়ে দেননি! ম্যারাডোনাকে পেছনে ফেলার বিষয়ে কিছু না বললেও আগুয়েরোর কণ্ঠে উচ্ছ্বাস ঠিকই ঝরেছে। উচ্ছ্বাসটা দলকে জয় এনে দেওয়ার স্বস্তি থেকে। ম্যাচের একমাত্র গোলটা তিনি করেছেন ৮৬ মিনিটে। হেড করে। দারুণ এই গোলের গোলের আনন্দে ভেসে প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে আরও অনেক অনেক গোল করার, ‘এই গোলটির জন্য আমি খুশি। খুশি দল জেতায়। আমরা দারুণ ফুটবল খেলেছি। উন্নতির এই ধারাটা ধরে রাখতে হবে। আর্জেন্টাইনদের জন্য আরও আরও গোল করতে চাই আমি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App