×

খেলা

জয়ে শুরু চিটাগং আবাহনীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:১৭ পিএম

জয়ে শুরু চিটাগং আবাহনীর
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতকাল রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে শুভ সূচনা করল চিটাগং আবাহনী। গতবারের রানারআপদের হয়ে একটি করে গোল করেন মোমেদু বাহ, মালাগান আওয়াল এবং মুফতা লাওয়াল। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন রকিবুল ইসলাম। আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ। অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে টিম বিজেএমসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩টি দলকে ৪টি গ্রুপে ভাগ করে গতকাল থেকে শুরু হয়েছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসর। দুটি ভিন্ন ভিন্ন গ্রুপে রয়েছে দুই শক্তিশালী দল ঢাকা আবাহনী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের আসরের নতুন দুই দল হলো- বসুন্ধরা কিংস এবং নোফেল স্পোর্টিং ক্লাব। মোহামেডানের সঙ্গে এই দুদলই রয়েছে ‘ডি’ গ্রুপে। এদিকে ‘এ’ গ্রুপে গতবারের রানারআপ চিটাগং আবাহনীর সঙ্গী রহমতগঞ্জ এবং আরামবাগ। টুর্নামেন্টে প্রথম ম্যাচে গতকাল জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যদের বিপক্ষে মাঠে নামে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমানে খেলতে থাকে দুদল। চিটাগং আবাহনীর করা আক্রমণের পাল্টা আক্রমণ করে কামাল বাবুর শিষ্যরাও। কিন্তু গোলের খেলা ফুটবলে রহমতগঞ্জের পক্ষে ম্যাচ জেতা সম্ভব হয়নি। এদিন ম্যাচটি ৩-১ গোলের বড় ব্যবধানে জিতে নেয় গতবারের রানারআপরা। এ জয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চিটাগং আবাহনী। আর প্রথম ম্যাচ হেরে তলানিতে রয়েছে রহমতগঞ্জ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দুদলই আরামবাগের বিপক্ষে মোকাবেলা করবে। সেরা আটে জায়গা করে নিতে পরের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কামাল বাবুর শিষ্যদের। এদিকে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল খেলতে চায় জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App