×

খেলা

সৌম্যের ঝলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ০২:৫৭ পিএম

সৌম্যের ঝলক
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না মারকুটে টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার। মূলত গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের ব্যর্থতার কারণেই বাদ পড়েন তিনি। তবে জাতীয় লিগ এবং জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা সৌম্যকে বেশিদিন জাতীয় দলের বাইরে থাকতে হয়নি। তাকে রেখেই তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করে টাইগার টিম ম্যানেজমেন্ট। রাব্বির ব্যর্থতা তৃতীয় ওয়ানডে ম্যাচের একাদশে জায়গা করে দেয় সৌম্যকে। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন ২৫ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। ৮১ বলে ৯টি চার এবং ৪ ছক্কার সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। এশিয়া কাপের মাঝপথে টিম ম্যানেজমেন্ট দেশ থেকে উড়িয়ে নিয়েছিল সৌম্য ও ইমরুলকে। কিন্তু তখন আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন সৌম্য সরকার। দুই ম্যাচে খেলে করেছেন মাত্র ৩৩ রান। এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি তার। তবে তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে তার ওপর টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি সৌম্য। জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শূন্য রানেই বিদায় নেন ওপেনার লিটন দাস। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে ইমরুলের সঙ্গে বড় জুটি গড়ে দলকে জয়ের ভিত তৈরি করে দেন সৌম্য সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App