×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

খেলা

খেলবেন না মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ১২:১৩ পিএম

খেলবেন না মেসি
স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার সেভিয়ার মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুদলের জন্য ম্যাচটি ছিল শীর্ষস্থান দখলের লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় হয়েছে আর্নেস্তো ভালভের্দের শিষ্যদের। ম্যাচটিতে সেভিয়াকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সা। তবে জিতলেও দুঃসংবাদ রয়েছে বার্সা সমর্থকদের জন্য। সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতে ডান হাতে গুরুতর চোট পেয়েছেন মেসি। যে কারণে আগামী ৩ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। মৌসুমের প্রথম এল ক্লাসিকো মাঠে গড়াবে আগামী ২৮ অক্টোবর। সে হিসেবে হাতে চোট পাওয়ার কারণে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না বার্সা ফরোয়ার্ড। সেভিয়া ও বার্সেলোনার মধ্যকার ম্যাচে তখন মাত্র ১৭ মিনিট পার হয়েছে। এর মধ্যেই ২-০ গোলে এগিয়ে আছে বার্সেলোনা। যেখানে ১টি গোল এসেছে মেসির পা থেকে এবং ফিলিপে কুতিনহোর করা অন্য গোলটিতেও অ্যাসিস্ট করেছেন তিনি। বুঝাই যাচ্ছিল বেশ ছন্দে ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমন সময় সেভিয়া মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাসকেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে ডান হাতে ব্যথা পান মেসি। মাঠে পড়ে কাতরাতে থাকেন তিনি। দলের সেরা খেলোয়াড়ের অবস্থা খারাপ দেখে দ্রুত মাঠে ঢুকে পড়েন বার্সেলোনার ফিজিও। প্রথমে মেসিকে মাঠেই কিছুটা চিকিৎসা দেন তিনি, পরবর্তীতে সাইড লাইনের বাইরে নিয়ে যান। মনে হচ্ছিল হয়তো প্রাথমিক চিকিৎসার পর মাঠে নামতে পারবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। একপর্যায়ে দেখা যায়, মেসির ডান হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছেন ফিজিও এবং তার পরিবর্তে উসমান ডেম্বেলেকে মাঠে নামানো হয়। তখনই ধারণা করা হয়েছিল মেসির হাতের চোট গুরুতর। এর সত্যটা জানা গেছে গতকাল। মেসির ইনজুরি বিষয়ে দেয়া এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়, বর্তমানে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের হাতে মারাত্মকভাবে ব্যথা করছে এবং সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। এ সময় মেসিকে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলেও জানানো হয় কাতালান ক্লাবটির পক্ষ থেকে। এ সময়ে বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বার্সা। এর মধ্যে রয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। এ ছাড়া ২৮ তারিখের এল ক্লাসিকোতেও খেলতে পারবেন না মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App