×

খেলা

এমবাপ্পের চেয়ে এগিয়ে গ্রিজম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৩:৫২ পিএম

এমবাপ্পের চেয়ে এগিয়ে গ্রিজম্যান
কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অরের পুরস্কার- এই আলোচনা এখন সর্বত্র। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ২০১৮ সালের উয়েফা বর্ষসেরা ও ফিফা বর্ষসেরার পুরস্কারজয়ী ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মড্রিচ। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এমবাপ্পের চেয়ে গ্রিজম্যানকে এগিয়ে রেখেছেন তিনি। ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনে বড় অবদান রয়েছে এমবাপ্পে ও গ্রিজম্যান দুজনেরই। গত মৌসুমে ক্লাবপর্যায়েও দারুণ ফুটবল খেলেছেন এই দুই ফরাসি ফুটবলার। তাই এমবাপ্পে-গ্রিজম্যান দুজনেরই ব্যালন ডি’অর জয়ের বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে মড্রিচের দৃষ্টিতে এই দুজনের মধ্যে গ্রিজম্যানই এগিয়ে। ক্রোয়েশিয়ান ফুটবলারের মতে, এমবাপ্পে আসাধারণ একজন ফুটবলার। ইতোমধ্যেই সে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। কিন্তু ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে গ্রিজম্যান তার চেয়ে এগিয়ে আছে। এর কারণ হিসেবে মড্রিচ বলেন, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পেছনে গ্রিজম্যানের অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি অ্যাতলেটিকো মাদ্রিদের উয়েফা ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জয়ের ক্ষেত্রেও দারুণ ভ‚মিকা রেখেছেন গ্রিজম্যান। তাই দুজনের মধ্যে আমি গ্রিজম্যানকেই এগিয়ে রাখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App