×

খেলা

নেইমারের ১০০ অ্যাসিস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৩:৪৩ পিএম

নেইমারের ১০০ অ্যাসিস্ট
গতকাল বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ডিফেন্ডার মিরান্ডার করা শেষ মুহূর্তের গোলে ম্যারাডোনার উত্তরসূরীদের ১-০ গোলে হারিয়েছে তিতের শিষ্যরা। মিরান্ডার করা গোলটিতে বড় অবদান ছিল নেইমারের। কেননা, তার কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে গোলটি করেন মিরান্ডা। এর মধ্য দিয়ে নেইমার স্পর্শ করলেন অন্য রকম এক মাইলফলক। মিরান্ডার গোলে অ্যাসিস্ট করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ১০০টি গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ১০০ গোলে অ্যাসিস্ট করলেও গোল করার দিক থেকে এখনো পেলে ও রোনাল্ডোর চেয়ে পেছনে রয়েছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৯৪টি ম্যাচ খেলে ৫৯ গোল করেছেন পিএসজি তারকা। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন পেলে। জাতীয় দলের জার্সিতে ৭৭ গোল করেছেন তিনি। এ ছাড়া তালিকার দ্বিতীয় স্থানে আছেন রোনাল্ডো। ব্রাজিলের হয়ে তিনি করেছেন ৬২ গোল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App