×

খেলা

বেলজিয়ামের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:১৫ পিএম

বেলজিয়ামের জয়
উয়েফা নেশন্স লিগের গতকাল শনিবারের ম্যাচে জয় পেয়েছে রাশিয়া বিশ^কাপে চমক দেখানো দল বেলজিয়াম। সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। বেলজিয়ামের হয়ে এ ম্যাচে জোড়া গোল করেছেন স্ট্রাইকার রোমেলো লুকাকু। অন্যদিকে এদিন উয়েফা নেশন্স লিগের অন্য ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রাশিয়া বিশ্বকাপে রানার আপ হওয়া ক্রোয়েশিয়া। উয়েফার নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটিতে গ্যালারিতে উপস্থিত থাকতে পারেনি কোনো দর্শক। নিজেদের মাঠে এদিন নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেননি ইভান রাকিটিচরা। ম্যাচের ৪৩ মিনিটে জর্ডান হেন্ডারসনের কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করেন এরিড ডিয়ার। কিন্তু গোলপোস্টে লেগে ফিরে আসে বল। ফলে গোল বঞ্চিত হতে হয় ইংল্যান্ডকে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ইভান পেরিসিচ। পরের মিনিটে হেন্ডারসনের ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে হেড করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন। কিন্তু এবারো বল ফিরে আসে গোলপোস্টে লেগে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত জয়হীন ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। দুদলই তাদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হেরেছে। অন্যদিকে শনিবার উয়েফা নেশন্স লিগের অন্য ম্যাচে স্ট্রাইকার রোমেলো লুকাকুর জোড়া গোলে জয় সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে সময়ের অন্যতম সেরা ফুটবল দল বেলজিয়াম। রেড ডেভিলসদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচের ৫৮ মিনিটে ম্যানইউ তারকা লুকাকুর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সুইসদের। ম্যাচের ৭৬ মিনিটে মারিও গাভরানোভিচের গোলে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু এর ৮ মিনিট পর লুকাকুর গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ রবার্টো মার্টিনেজের শিষ্যরা। এ নিয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ২টি ম্যাচেই জয় পেল বেলজিয়াম। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন লিগ ‘এ’ তে ২ নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে তারা। গ্রুপটির দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড ও তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App