×

খেলা

স্বাভাবিক হবে না সাকিবের আঙুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ০২:২২ পিএম

স্বাভাবিক হবে না সাকিবের আঙুল
আঙুলের ইনজুরি নিয়েই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলতে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যথা নিয়েই খেলেছেন ৪টি ম্যাচ। কিন্তু হঠাৎ ব্যথা মারাত্মক রূপ ধারণ করায় পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের স্বীকৃতি পাওয়া সুপার ফোরের শেষ ম্যাচটি না খেলেই দেশে ফিরে আসতে হয় সাকিব আল হাসানকে। যে কারণে খেলতে পারেননি ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটিতেও। এর মধ্যেই গতকাল এসেছে বড় দুঃসংবাদ। আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না সাকিবের চোটগ্রস্ত আঙুল। চিকিৎসা করার উদ্দেশ্যে শুক্রবার রাতে দেশ ছাড়ার সময় এ কথা জানিয়েছেন সাকিব। আঙুলের চিকিৎসার জন্য শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশসেরা এই অলরাউন্ডার। এ সময় সাকিব বলেছেন, সংক্রমণের মাত্রা জিরো (শূন্য) শতাংশে না এলে কোনো চিকিৎসকই অস্ত্রোপচার করবেন না। এরপরই আশঙ্কার কথা উচ্চারিত হয় সাকিবের মুখে। অনেকটা শঙ্কা নিয়েই তিনি জানান, সংক্রমণ পুরোপুরি না সারিয়ে অস্ত্রোপচার করলে হাড় ক্ষতিগ্রস্ত হবে। সেটি হলে গোটা হাতেই সমস্যা দেখা দিতে পারে। এ সময় সাকিব আরো বলেন, সংক্রমণ কমানোই আসল ব্যাপার। তবুও আঙুলটা মনে হয় আর কখনো শতভাগ ঠিক হবে না। এর কারণ হিসেবে বর্তমানে ৩১ বছর বয়সী অলরাউন্ডার বলেন, এটা যেহেতু নরম হাড়, তাই জোড়া লাগার সম্ভাবনা কম। কখনো পুরোপুরি ঠিক হবে না। এরপর সাকিব যোগ করেন, আঙুল আর আগের মতো হবে না। তবে অস্ত্রোপচারের পরে ব্যাটটা ভালোভাবে ধরতে পারব এবং ক্রিকেট খেলাও চালিয়ে যেতে পারব। তবে নিজের লড়াকু মানসিকতা দিয়ে সাকিব চোটকে পুরোপুরি জয় করে আবারো মাঠে দুর্দান্ত পারফরমেন্স করবেন বলে বিশ্বাস বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের। এ বিষয়ে আকরাম খান বলেন, সাকিব একজন যোদ্ধা। এ কারণেই সে ব্যথা নিয়েও ভালো পারফর্ম করতে পেরেছে। বিশ্বের অনেক খেলোয়াড় চোটে পড়ে খেলাই ছেড়ে দিয়েছে। আমাদের মাশরাফি সেটা করেনি। সাকিবও লড়াকু, কষ্ট হলেও পারফরমেন্স সে ধরে রাখবে। এ সময় আকরাম আরো বলেন, সাকিব, মুশফিকদের আমি অনেক আগে থেকেই চিনি। তারা মানসিকভাবে বেশ শক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App