×

খেলা

অভাব পুষিয়ে দিলেন দিবালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ০২:৩৩ পিএম

অভাব পুষিয়ে দিলেন দিবালা
চ্যাম্পিয়ন্স লিগে সব সময় ফর্মের তুঙ্গে থাকা রোনালদো গ্রæপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জুভেন্টাসের হয়ে মাঠে নামতে পারেননি। আগের ম্যাচে অনেকটা বিতর্কিতভাবে তাকে লালকার্ড প্রদর্শন করেন রেফারি। তবে পর্তুগিজ এ সুপারস্টারের অভাব এতটুকু বুঝতে দেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ইয়ং বয়েজের বিপক্ষে গত মঙ্গলবার রাতে দুর্দান্ত এক হ্যাটট্রিকে জুভেন্টাসকে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় এনে দিয়েছেন উদীয়মান এ ফুটবল তারকা। চ্যাম্পিয়ন্স লিগ মানেই পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জয় জয়কার। কিন্তু ইনজুরিতে না থাকা সত্ত্বেও ‘এইচ’ গ্রুপের খেলায় ইয়ং বয়েজের বিপক্ষে তুরিনের ক্লাবটির জার্সিগায়ে মাঠে নামতে পারেননি তিনি। প্রথম ম্যাচে লালকার্ড দেখার কারণে এক ম্যাচ মাঠের বাইরেই থাকতে হলো পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এ তারকাকে। তবে তার অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক করে দলকে সহজ জয় এনে দিয়েছেন ২৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা দিবালা। এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে প্রথম গোলটি এনে দেন এ উদীয়মান তারকা ফুটবলার। লিওনার্দো বোনুচ্চির লম্বা করে দেয়া পাসে ডি-বক্সের ভেতর থেকে টোকা দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। প্রথমার্ধের ৩৩ মিনিটে ফরাসি মিডফিল্ডার ব্লেইস জোরালো শট গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল গিয়ে পড়ে অরক্ষিত দিবালার পায়ে। আর সহজে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন দিবালা। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে হ্যাটট্রিক পূরণ করেন জুভেন্টাস তারকা। ডান দিকে হুয়ান কুয়াদরাদোকে আটকাতে কিছুটা সরে গিয়েছিলেন গোলরক্ষক। সেই সুযোগে গোলমুখে দিবালাকে পাস দেন কলম্বিয়ার এ ফরোয়ার্ড। ছুটে গিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এটি চলতি মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক। মজার বিষয় হলো প্রথম হ্যাটট্রিকটি করে আরেক আর্জেন্টান সুপারস্টার লিওনেল মেসি। ‘এইচ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা পালের্মো ক্লাব থেকে ৩২ মিলিয়ন ইউরোতে ২০১৫ সালের ৪ জুন ইতালিয়ান অন্যতম সেরা ক্লাব জুভেন্টাসে যোগ দেন। তিন বছরের ক্যারিয়ারে জুভেন্টাসের জার্সিগায়ে ১০৪টি ম্যাচে মাঠে নামেন। করেছেন ৫৩টি গোল। ক্লাবের হয়ে টানা তিন মৌসুমে ইতালিয়ান সিরি আর শিরোপা জিততে সক্ষম হয়েছেন তিনি। জুভেন্টাসের দশ নম্বর জার্সিধারী এ ফুটবলারের আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় ২০১৫ সালের ১৩ অক্টোবর। তবে মেসি, অ্যাগুয়েরো এবং হিগুয়েনদের উপস্থিতিতে দলে তেমন কোনো সুযোগ পান না তিনি। আর্জেন্টিনার হয়ে খেলেছেন মাত্র ১৪টি ম্যাচ। তবে এখনো গোলের দেখা পাননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App