×

খেলা

বাংলাদেশ-নেপাল গ্রুপ সেরার লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১২:৪৩ পিএম

বাংলাদেশ-নেপাল গ্রুপ সেরার লড়াই
অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে আজ গ্রæপ পর্বের শেষ ম্যাচে ছোটনের শিষ্যরা খেলবে নেপালের বিপক্ষে। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো মেয়েদের ফুটবলে এখন পরিচিত দৃশ্য। দুর্দান্ত খেলে ভুটানের দর্শকদের মন জয় করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক অঙ্গনে বয়সভিত্তিক ফুটবলে অনেক ম্যাচেই প্রতিপক্ষকে ৮ থেকে ১০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ ছাড়াও গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা গত দুই-তিন বছরে বয়সভিত্তিক ফুটবলে ইরান, লেবানন, ভারত, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও তাজিকিস্তানের মতো দলকে হারিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের জালে ১৭ গোল দেয়া স্বপ্না-মারজিয়াদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। পকিস্তানের বিপক্ষে বেশি গোল দেয়ায় স্বপ্না-মারজিয়ারা একটু সুবিধাজনক অবস্থানে আছে। গ্রুপসেরা হতে দুরন্ত মেয়েদের প্রয়োজন ড্র আর নেপালকে জিততেই হবে। যদিও হিমালয়ের দেশ নেপাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে উড়িয়ে নাম লিখিয়েছে সেমিফাইনালে। তাই বলা যায়, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ও নেপালের জয় পেতে কোনো সমস্যা হয়নি। কারণ দুই দেশই ম্যাচ জিতেছে এক তরফা খেলে। বাংলাদেশ-নেপালের ম্যাচটি দুই দলের জন্যই পরীক্ষা। এ ম্যাচের ফলই নির্ধারণ করবে সেমিফাইনালে ভারতের সঙ্গে লড়াই করবে কোন দল। গত আগস্টে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এবার তা পুষিয়ে নিতে অনূর্ধ্ব-১৮ সাফের শিরোপা জয়ের জন্য মরিয়া ছোটনের শিষ্যরা। যেহেতু শুরুটা দুর্দান্তভাবে হয়েছে, তাই নেপালকে হারিয়ে গ্রæপসেরা হতে চান সিরাত জাহান স্বপ্না ও মারজিয়ারা। তবে মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন প্রতিপক্ষ নেপালকে দুর্বল ভাবছেন না। তিনি বলেন, যেহেতু নেপাল প্রথম ম্যাচ বিশাল ব্যবধানে জিতেছে তাই তাদের শক্ত প্রতিপক্ষ ধরেই মাঠে নামার কথা ভাবছি। কিন্তু তাই বলে আমরা ড্র করার জন্য নামব না, আমাদের লক্ষ্য জয়। মেয়েদের ওপর আমার আস্থা আছে। পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে নেপালের বিপক্ষে একইভাবে খেলবে মেয়েরা। নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। গতকালও অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সকালে হালকা ওয়াকিং, এরপর জিম করেছে ছোটনের শিষ্যরা। সন্ধ্যায় হাল্কা অনুশীলন। দলের সবাই সুস্থ আছে। পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ায় দলের সবাই বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। নেপালের বিপক্ষেও জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না তারা। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মৌসুমী-মারিয়াদের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। নেপালের বিপক্ষে মঙ্গলবার খেলার পর ৫ অক্টোবর হবে সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কোচ ছোটন নেপালের বিপক্ষে ম্যাচে তার বেঞ্চের খেলোয়াড়দেরও ঝালিয়ে নিতে পারেন। এ ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। মারিয়া মাণ্ডা ও মনিকা চাকমাকে একাদশে রাখার কথা ভাবছেন গোলাম রব্বানী ছোটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App