×

খেলা

সতীর্থের মুখে নেইমারের সমালোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩১ পিএম

সতীর্থের মুখে নেইমারের সমালোচনা
সমালোচনা যেন পিছু ছাড়ছে না ফরাসি ক্লাব পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। এবার নেইমারের সমালোচনা করেছেন তার ক্লাব সতীর্থ থমাস মুনিয়ের। নেইমার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের জন্য বিরক্তির কারণ বলে জানিয়েছেন তিনি। তাই মুনিয়ের চান নেইমার তার খেলার ধরনে পরিবর্তন আনুক। বুধবার রাতে ইতালিয়ান সিরি আর ম্যাচে রেইমসের মুখোমুখি হয়েছিল পিএসজি। টমাস টুশেলের শিষ্যরা ম্যাচটি জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। ম্যাচটিতে পিএসজির হয়ে স্পট কিক থেকে একটি গোল করেছেন নেইমার। ওই ম্যাচের পর পিএসজির ডিফেন্ডার টমাস মুনিয়ের বলেছেন, নেইমার অসাধারণ খেলেছে। আক্রমণভাগে তার মতো একজন খেলোয়াড় থাকলে জয় পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু নেইমার মাঠে এমন কিছু আচরণ করেন, যা সত্যি বিরক্তিকর। যেমন, বল পায়ে তার হঠাৎ থেমে যাওয়া। এটা তার একটি কৌশল, যা আমাদের জন্য সুবিধাজনক। কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা এতে বিরক্ত হয়ে ওঠে। তা ছাড়া এতে খেলার গতিও কমে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App