×

খেলা

থিম্পুতে ছোটনের শিষ্যরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৬ পিএম

থিম্পুতে ছোটনের শিষ্যরা
ভুটানের রাজধানী থিম্পুতে শুক্রবার শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবার ৬ দেশ অংশ নিচ্ছে দুই গ্রুপে। প্রথমে ৭ দেশ নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিছুদিন আগে নাম প্রত্যাহার করে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে নেপাল ও পাকিস্তানের সঙ্গে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, ভুটান ও মালদ্বীপ। ভুটান যাওয়ার আগে সাফের ফাইনালে খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে মৌসুমী-মারিয়াদের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছোটনের শিষ্যরা খেলবে নেপালের বিপক্ষে। ৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। গতকাল দুপুরে কোচ গোলাম রব্বানী ছোটন তার শিষ্যদের নিয়ে পা রাখে থিম্পুর পারো আন্তর্জাতিক বিমানবন্দরে। কদিন আগে শেষ হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রথম পর্ব। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্রাম নেই নারী ফুটবলারদের, একটার পর একটা টুর্নামেন্ট খেলেই চলছে তারা। এ ছাড়াও গত আগস্টে এই থিম্পুতেই বাংলাদেশের মেয়েরা খেলে এসেছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। তিন মাসের মধ্যে পাহাড়ি দেশটিতে আরেকটি মিশন শুরু করবে মারিয়া-মৌসুমীরা। টুর্নামেন্টের নাম ভিন্ন হলেও লাল-সবুজের প্রতিনিধিরা শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।বয়সের কারণে অনূর্ধ্ব-১৬ দল থেকে বাদ পড়া কৃষ্ণা, সানজিদা, রত্না, স্বপ্না এবং মৌসুমীরা এবার অনূর্ধ্ব-১৮ দলে খেলার সুযোগ পেয়েছেন। এ ছাড়াও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ১৩ জনই থাকছেন। মারিয়া, আঁখি, মনিকা, তহুরা, আনুচিং, আনাই, সাজেদা, শামসুন্নাহার পরিচিত সব মুখ। প্রথম টুর্নামেন্ট বলে চ্যাম্পিয়ন হওয়ার কথা জোর দিয়ে বলছেন কোচ কিংবা অধিনায়ক। তবে আগে ফাইনাল নিশ্চিত করতে চান গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এ টুর্নামেন্টে নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন রংপুরের মিসরাত জাহান মৌসুমী। ২৩ সদস্যের বাংলাদেশ দল : মাহমুদা আক্তার, রূপনা চাকমা, রুকসানা বেগম, মাসুরা পারভীন, শিউলি আজিম, মোসাম্মদ আঁখি খাতুন, সাজেদা খাতুন, শামসুন্নাহার, আনাই মোগিনি, নাজমা, রিতু পর্না চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া মাণ্ডা, মোসাম্মদ মিসরাত জাহান মৌসুমী (অধিনায়ক), মোসাম্মদ ইসরাত জাহান রত্না, মনিকা চাকমা, মার্জিয়া, সানজিদা আক্তার, তহুরা খাতুন, মোসাম্মদ সিরাত জাহান স্বপ্না, শ্রীমতী কৃষ্ণা রানী সরকার, মোসাম্মদ রাজিয়া খাতুন ও অনুচিং মোগিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App