×

খেলা

বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০৩:৩৮ পিএম

বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন রোনালদো
উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিকের মাধ্যমে করা দুর্দান্ত গোলটির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। সেরা গোলের জন্য সংক্ষিপ্ত তালিকার জায়গা পাওয়াদের মধ্য থেকে ফুটবলপ্রেমীদের ভোটে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে রোনালদোর গোলটি। গতকাল এ ফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া একই দিনে আরো একটি সুখবর পেয়েছেন রোনালদো ভক্তরা। নতুন ক্লাব জুভেন্টাসের হয়ে ফ্রি কিক নেয়ার ক্ষেত্রে রোনালদোই প্রথম পছন্দ বলে জানিয়েছেন তুরিনের ক্লাবটির কয়েকজন সিনিয়র ফুটবলার। বর্ষসেরা গোল নির্বাচনের জন্য কয়েক দিন আগে গত ১২ মাসে অনুষ্ঠিত হওয়া উয়েফার অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে মোট ১১টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে সংস্থাটি। সেখানে স্থান পায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিকের মাধ্যমে করা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ গোলটি। এরপর শুরু হয় ভোটের যুদ্ধ। যেখানে সেরা গোল নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ১১টি গোলের ভেতরে যে কোনো একটি গোলকে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন ফুটবলপ্রেমীরা। অবশেষে চ‚ড়ান্ত ফলে দেখা গেছে, ১ লাখ ৯৭ হাজার ৪৯৬টি ভোট পেয়ে সেরা হয়েছে রোনালদোর গোলটি। বলা উচিত, তালিকায় জায়গা পাওয়া অন্য গোলগুলোর তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলটি প্রায় ৫ গুণ বেশি ভোট পেয়েছে। দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে উয়েফা ইউরোপা লিগের গত মৌসুমের শেষ আটে লিপজিগের বিপক্ষে ফরাসি ক্লাব অলিম্পিয়াক মার্সেইয়ের উইঙ্গার দিমিত্রি পায়েটের করা গোলটি। উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক স্ট্যাটাসে ভক্তদের ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেছেন, ওই মুহূর্তটা কখনোই ভুলব না, বিশেষ করে গোলের পর গ্যালারিতে উপস্থিত সমর্থকদের প্রতিক্রিয়া। উল্লেখ্য, গত বছর উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছিলেন রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাসের স্ট্রাইকার মারিও মানজুকিচ এবং এর আগের দুবছর এ পুরস্কার জিতেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির ফ্রি কিক কে নেবেন তা নিয়ে শুরু হয় অনেক নাটকীয়তা। গতকাল তুরিনের ক্লাবটির কয়েকজন সিনিয়র ফুটবলার জানিয়েছেন, ফ্রি কিক নেয়ার ক্ষেত্রে রোনালদোই সবার দৃষ্টিতে বেশি যোগ্য। এ বিষয়ে জুভেন্টাসের মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ বলেছেন, প্রথমে আমরা যখন ফ্রি কিকের অনুশীলন করতাম তখন আমি অথবা দিবালাই শট নিতাম। কিন্তু রোনালদো এখন আমাদের ক্লাবে। তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। রোনালদো ইতোমধ্যে প্রমাণ করেছে যে, সে বিশ^সেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App