×

খেলা

বার্সা ও পিএসজির জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০২:০১ পিএম

বার্সা ও পিএসজির জয়
স্প্যানিশ লা লিগার শনিবার রাতের ম্যাচে রিয়াল ভালোদোলিদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। এদিন বার্সার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ওসমান ডেম্বেলে। এ ছাড়া এদিন লা লিগার অন্য ম্যাচে রিয়াল ভলকানোকে ১-০ গোলের হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এদিন ফ্রেঞ্চ লিগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে জায়ান্ট পিএসজি। এদিন পিএসজির হয়ে ১টি করে গোল করেছেন এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। তাছাড়া শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মোহামেদ সালাহর একমাত্র গোলে ব্রাইটনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। এ ছাড়া এদিন প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে লিচেস্টার সিটি। অন্যদিকে শনিবার রাতে ইতালিয়ান সিরি আয় ল্যাজিওর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এ ম্যাচেও গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে এ ম্যাচে ১টি করে গোল করেছেন মিডফিল্ডার মিলারেম পিজানিচ ও স্ট্রাইকার মারিও মানজুকিচ। অপেক্ষাকৃত দুর্বল রিয়াল ভালোদোলিদকে সহজেই হারাবে বার্সেলোনা- গতকালের ম্যাচে এমনই প্রত্যাশা ছিল সবার। তবে নিজেদের মাঠে এদিন রিয়াল ভালোদোলিদের খেলোয়াড়দের পারফরমেন্স ছিল দুর্দান্ত। অবশ্য প্রথমার্ধে বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি কোচ আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। অবশেষে দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় কাতালান ক্লাবটি। এ সময় হেড দিয়ে বক্সের ডানপ্রান্ত থেকে ডেম্বেলের দিকে বল বাড়ান সার্জিও রবার্তো। এর আগে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও এবার আর ভুল করেননি ডেম্বেলে। বক্সের মাঝখান থেকে ডান পায়ের আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। স্প্যানিশ লা লিগায় বার্সার জয়ের রাতে ফরাসি লিগ ওয়ানে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এদিন অ্যাঙ্গার্সের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে কোচ টমাস টুশেলের শিষ্যরা। নিজেদের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজির খেলোয়াড়রা। এগিয়ে যেতে অবশ্য বেশিক্ষণ সময় লাগেনি তাদের। ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় তারা। এ সময় নেইমারের কাছ থেকে বল পেয়ে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন ইনজুরি কাটিয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামা উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি কিক থেকে মাঙ্গানি গোল করলে সমতায় ফেরে অ্যাঙ্গার্স। কিন্তু দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ম্যাচের ৬৬ মিনিটে নেইমার গোল করলে জয় নিশ্চিত হয় পিএসজির। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুশেলের শিষ্যরা। তবে সালাহ, নেইমার, এমবাপ্পেরা গোল পেলেও নতুন মৌসুমে এখনো পর্যন্ত গোলের দেখা পাননি কয়েক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়া পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে জুভেন্টাস। ল্যাজিওকে এদিন ২-০ গোলে হারিয়েছে তারা। তবে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও গোল পাননি রোনালদো। জুভেন্টাসের হয়ে এ ম্যাচে ১টি করে গোল করেছেন মিডফিল্ডার মিলারেম পিজানিচ ও স্ট্রাইকার মারিও মানজুকিচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App