×

খেলা

পগবাকে ঘিরে নাটকীয়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০৪:১৭ পিএম

পগবাকে ঘিরে নাটকীয়তা
অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার চলে যাওয়ার পর ইতোমধ্যেই বেশ কয়েক জন ফুটবলারকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু তবুও যেন মন ভরছে না কাতালান ক্লাবটির কর্তাদের। নতুন কেনা ফুটবলারদের ওপর কিছুতেই আস্থা রাখতে পারছেন না তারা। গত মৌসুম শেষে ইনিয়েস্তার চলে যাওয়ার পরপরই তার বিকল্প হিসেবে ফরাসি মিডফিল্ডার পল পগবার দিকে নজর দেয় বার্সা। কিন্তু শেষ পর্যন্ত পগবাকে দলে ভেড়ানো সম্ভব হয়নি কাতালান ক্লাবটির পক্ষে। তবে বার্সা সমর্থকদের জন্য সুখবর পগবাকে দলে নেয়ার আশা এখনো ছাড়েনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। বিশেষ করে বার্সেলোনার বর্তমান সভাপতি জোসেফ মারিয়া বার্তোম্যূ এখনো পগবাকে দলে নেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনিয়েস্তার বার্সা ছাড়ার কয়েক দিনের মধ্যে অনেকটা আচমকাই ক্লাব ছেড়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনহো। কাতালান ক্লাবটির হয়ে কেবল একটি মৌসুম খেলেছেন তিনি। আর এক মৌসুম খেলেই চিনিয়েছেন নিজের জাত। এই দুই মিডফিল্ডারের চলে যাওয়ায় মাঝমাঠ নিয়ে বেশ চিন্তায় পড়ে বার্সেলোনার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঝমাঠকে শক্তিশালী করতে ইতোমধ্যে আর্থার মেলো ও আর্তুরো ভিদালকে দলে ভিড়িয়েছে তারা। মেলো ও ভিদালের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তবুও স্বস্তিতে নেই বার্সা সভাপতি। মাঝমাঠ নিয়ে এখনো বেশ দুশ্চিন্তা রয়েছে তার মনে। বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পল পগবাকে কেনার ব্যাপারে আগ্রহী বার্সা। রাশিয়া বিশ্বকাপে ফরাসি মিডফিল্ডারের দুর্দান্ত পারফরমেন্স দেখে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সে আগ্রহ আরো বেড়ে যায়। যে কারণে গত কয়েক সপ্তাহে আরো জোরের সঙ্গে উচ্চারিত হয়েছে পগবার ম্যানইউ ছেড়ে কাতালান ক্লাবটিতে নাম লেখানোর বিষয়টি। এ বিষয়ে ইউরোপের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো জানায়, স্বয়ং বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোম্যূ পগবাকে কেনার জন্য প্রচণ্ড পরিমাণে আগ্রহী এবং তিনি নিজেই এ ফরাসি মিডফিল্ডারের দলবদল নিয়ে তার বর্তমান ক্লাব ম্যানইউর সঙ্গে আলোচনা করেছেন। অবশ্য পগবাকে নেয়ার ব্যাপারে ম্যানইউর কাছে প্রস্তাব পাঠানো ও ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির ব্যাপারে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেননি বার্সা সভাপতি কিন্তু স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে এখনো পর্যন্ত নিশ্চিত না হলেও পগবার ম্যানইউ ছেড়ে বার্সায় আসাটা মোটেই অসম্ভব কিছু নয় বলে ইঙ্গিত দিয়েছেন বার্সা সভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App