×

খেলা

জিরুডকে জেনিফারের উপহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ০৪:১২ পিএম

জিরুডকে জেনিফারের উপহার
গত মাসে রাশিয়া থেকে বিশ্বকাপের ট্রফি জয় করে এসেছেন চেলসির ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুড। ট্রফি জেতার সুবাদে তিনি ইংলিশ ক্লাবটি থেকে বেশ কয়েক দিনের ছুটি পেয়েছেন। তাই সতীর্থদের সঙ্গে স্টামফোর্ড ব্রিজে অনুশীলনে যোগ না দিয়ে ৩১ বছর বয়সী এ তারকা স্ত্রী জেনিফারকে সঙ্গ দিচ্ছেন। গতকাল প্রিয়তমাকে নিয়ে তিনি স্পেনের ফোরমেন্তেরা সমুদ্র সৈকতে বেড়াতে যান। বিখ্যাত এ সৈকতে রোমান্সে রোমান্সে পুরোটা দিন কাটান তারা। শুরু থেকেই জিরুড প্রেমের ক্ষেত্রে খুবই রোমান্টিক। তার প্রিয়তমাই বা কম কিসে! স্বামীকে সব সময় ব্যতিব্যস্ত রাখেন তিনি। গতকাল স্পেনের সমুদ্র সৈকতেও তাদের মাঝে অনেক রোমান্টিকতা লক্ষ্য করা গেছে। সমুদ্রের পানিতে স্ত্রী এবং বন্ধুদের নিয়ে ভলিবল খেলার পাশাপাশি গোসলও সারেন। বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্স না করতে পারলেও জেনিফার স্বামীকে জনসম্মুখেই চুমুতে চুমুতে ভরে দেন। এ যেন ট্রফি জেতার পুরস্কার! সৈকতের মানুষের নজর ছিল তাদের দিকে। কেনই বা থাকবে না? একতো তাদের মধ্য ছিল দারুণ রোমান্টিকতা। আর গতমাসেই যে ফরাসিদের হয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি! তার দিকে তো একটু অবাক চোখেই তাকাতে হয়! স্পেনের সৈকতে অবকাশরত জিরুডের মধ্য আরেকটি পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন ট্রফি জিততে পারলে মাথার চুল কেটে ফেলবেন। তিনি তার কথা রেখেছেন। বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গেই মাথার চুল কেটে ফেলেছিলেন। তবে এখন অবশ্য মাথার চুল বেশ বড় হয়েছে। ২০১১ সালে এক বছরের পরিচয়ে অলিভার জেনিফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। এখন পর্যন্ত জেনিফার এক মেয়ে সন্তানের জননী হয়েছেন। প্রথম সন্তানের মা হয়ে জেনিফার বলেন, অলিভারের স্ত্রী হতে পারাই তো আমার জন্য সুভাগ্যের। তা ছাড়া সন্তানের মা হওয়া তো তার জন্য নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। রাশিয়া বিশ্বকাপে জিরুড ছিলেন পুরোই অনুজ্জ্বল। বিশ্বকাপের সাত ম্যাচে খেলে একটি গোলও করতে পারেননি তিনি। যেখানে ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পেই চারটি গোল করার কৃতিত্ব দেখান। তবে সব বিবেচনায় ফুটবলবোদ্ধারা জিরুডের ভাগ্যটাকে খুবই ভালো বলে উল্লেখ করেছেন। দলে তেমন কোনো ভ‚মিকা না রেখেই ট্রফি জেতার স্বাদ নিতে পেরেছেন। এদিকে বিশ্বকাপে ভালো নজর না করতে পারা এবং চেলসিতে নতুন কোচ নিয়োগের ফলে জিরুডের ভাগ্য শঙ্কায় পড়েছিল। দলটির নতুন কোচ মাওরিজিও সারি চেয়েছিলেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েনকে দলে ভেড়াতে। গণমাধ্যমের তথ্যমতে, হিগুয়েনের উপর নাকি তার পুরো আস্থাও রয়েছে। তাই সারি এক সময় জিরুডকে দল বদল করাবেন বলে ভেবেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App