×

খেলা

ফের বিতর্কে সাব্বির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ০৪:০৫ পিএম

ফের বিতর্কে সাব্বির
বিতর্ক আর সাব্বির যেন মুদ্রার এ পিঠ আর ওপিঠ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সাব্বির সমর্থকদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে শাস্তি পাওয়ার পর অনেকে ভেবেছিলেন দায়িত্বশীল এই ব্যাটসম্যান হয়তো নিজেকে শুধরে নেবেন। কিন্তু সাব্বিরের বিপক্ষে আবারো অভিযোগ পাওয়া গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ভক্তকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিয়েছেন তিনি। এর আগে গত ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেটে এক কিশোর পিটিয়ে বির্তক ছড়িয়েছিলেন সাব্বির রহমান। পরিণতিতে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন ৬ মাস এবং জরিমানা দিয়েছেন ২০ লাখ টাকা। ওয়ানডে সিরিজে এ পর্যন্ত দুই ম্যাচে সাব্বির মোটেও ভালো করতে পারেননি। দুই ম্যাচ মিলিয়ে তার রান ১৫। দ্বিতীয় ম্যাচের পর সাব্বিরের বর্তমান ফর্ম নিয়ে ফেসবুকে একজন ক্রিকেটপ্রেমী কিছু মন্তব্য পোস্ট করেন। সেই মন্তব্য সাব্বিরকে (উল্লেখিত নামের অ্যাকাউন্ট) ট্যাগ করেন আরেক ভক্ত। এর পরই উল্লেখিত নামের (সাব্বির রহমান রোমান) সেই অ্যাকাউন্ট থেকে বিতর্কিত খুদে বার্তাটি পাঠানো হয়। এ ছাড়াও সেই দুই ভক্তকে বণ্টক করার পাশাপাশি সাব্বিরের অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ করা হয়। সংবাদমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সেই খুদে বার্তা সম্মন্ধে অবহিত হওয়ার পর থেকেই সাব্বিরের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তকে পাঠানো খুদে বার্তায় অকথ্য ভাষায় গালিগালাজ আর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সাব্বির রহমানের বিপক্ষে। অ্যাকাউন্টটির নাম সাব্বির রহমান রোমান, সংবাদমাধ্যম এবং বিসিবির মেইলে সাব্বিরের এই নাম ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্টের অনুসারী সংখ্যা ৯০ হাজারের বেশি এবং সবার ধারণা এটাই সাব্বিরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট। এখান থেকেই পাঠানো খুদে বার্তায় অকথ্য ভাষায় গালিগালাজ আর হুমকি দেয়া হয়েছে। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সম্ভাব্য এই আচরণবিধি ভাঙার ব্যাপারে বোর্ড যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ভক্তদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সে ব্যাপারে খেলোয়াড়দের বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের বিধি-নিষেধ নির্দিষ্ট করা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তার সময় খেলোড়াদের ভীষণ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু বিষয়টা সাব্বিরের খুদে বার্তা প্রকাশ্যে ঘটেছে এবং সেটা বিসিবি জেনেছে, তাই সত্যিই যদি এ ধরনের নিয়ম ভঙ্গের কিছু ঘটে থাকে তবে সেটি শৃঙ্খলা কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং সাব্বিরের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে। বিতর্কে জড়িয়ে নানা সময়ে নানা আলোচনার খোরাক হয়েছেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। ভারত সফরে আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় ড্রেসিং রুমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছিলেন সাব্বির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App