×

খেলা

প্রস্তুতি ম্যাচে মিশরকে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ০১:৫৯ পিএম

প্রস্তুতি ম্যাচে মিশরকে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মিশরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। এই ম্যাচের আগের ম্যাচে বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগালের সাথে সালাহ বিহীন মিশর ড্র করে তাক লাগিয়ে দিয়েছিল। বুধবার রাতে নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বেলজিয়াম। হ্যাজার্ড, ডি ব্রুইন ও লুকাকুদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের ২৭তম মিনিটেই সাফল্য পেয়ে যায় বেলজিয়ম। ২৭তম মিনিটে হ্যাজার্ডের শট কোন রকম ভাবে ঠেকালেও শেষ পর্যন্ত আর বিপদমুক্ত করতে পারেননি মিশরীয় গোলরক্ষক। গোলরক্ষকের ঠেকানোর পর বল ফাঁকায় পেয়ে সহজেই জালে জড়ান লুকাকু। এর ঠিক ১১ মিনিট পর আবারো এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ৩৮তম মিনিটে কারাসকোর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে বলকে জালে পাঠিয়ে দেন দলের সেরা তারকা হ্যাজার্ড। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকবার আক্রমণ করলেও আর গোল করতে পারেনি কোন দল। শেষ পর্যন্ত ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম। বিরতির পর মাঠে নেমে আরো আক্রমণাত্মক হয়ে উঠে ডি ব্রুইন-হ্যাজার্ডরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে ব্যর্থ হলেও যোগ করা সময়ের শেষ দিকে মিচি বাতসুয়াইয়ের এক জনকে কাটিয়ে বাড়ানো বল ছয় গজ বক্সের মুখে পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মারোয়ানি ফেলাইনি। ৩-০ তে মিশরের বিপক্ষে জয় নিয়েই বিশ্বকাপের যাত্রাটা দারুণ করল বেলজিয়াম। দিনের আরেক ম্যাচে বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া চেক রিপাবলিকের কাছে ১-০ গোলে হেরে গেছে নাইজেরিয়া। বিশ্বকাপে ১৬ জুন নিজেদের প্রথম খেলবে নাইজেরিয়া। প্রতিপক্ষ ক্রোয়োশিয়া। অপরদিকে বিশ্বকাপ শুরুর পরের দিন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েও শুরু হবে মিশরের রাশিয়া বিশ্বকাপের যাত্রা। আর ১৮ জুন বিশ্বকাপের আসরে জায়গা করে নেওয়া প্রথম দল পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে বেলজিয়াম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App