×

খেলা

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামবে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ এএম

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামবে টাইগাররা

ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতার হাতছানি বাংলাদেশের সামনে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচের আগে গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে হানা দিয়েছে বৃষ্টি। তাই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেননি শান্ত-মিরাজরা। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরী নয়, বিশ্রাম নেয়াটাও জরুরী। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘আমরা বর্তমান নিয়েভাবছি। অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'

পোথাস আরও বলেন, ‘আমরা প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় অনেক বড়। টি টুয়েন্টিতে বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে কিন্তু চান্স একটাই। এ কারণে আপনার স্কিল প্রয়োজন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App