×

খেলা

দেশের টেপ টেনিস ক্রিকেটের জ্বলজ্বলে তারকা হেলিকপ্টার বাবলু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

দেশের টেপ টেনিস ক্রিকেটের জ্বলজ্বলে তারকা হেলিকপ্টার বাবলু

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে টেপ টেনিসের জয় জয় জয়াকার। এই ধরণের ক্রিকেটে মফস্বল থেকে শুরু করে দেশের আনাচে কানাচে ছোট-বড় অনেক টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের পর্যন্ত অংশগ্রহণ করতে দেখা যায় হরহামেশা। উপমহাদেশের ক্রিকেটের পরাশক্তি পাকিস্তানেও এর ব্যাপক প্রচলন লক্ষ করা যায়। এই টেপ টেনিস থেকেই হারিস রউফ থেকে শুরু করে হাসনাইনসহ আরো অনেক স্পিড স্টার উঠে এসেছেন পাকিস্তান দলে। তবে সব ছাপিয়ে দেশের টেপ টেনিস ক্রিকেটে এরই মধ্যে চাউর হয়েছে 'হেলিকপ্টার বাবলু'র নাম। আর তা হবেই বা না কেন? শুধু টেপ টেনিস খেলেই যার আয় বছরে ১৫-২০ লাখ টাকা। কিন্তু তাকে হেলিকপ্টার বাবলু কেন বলা হয় এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। তার জন্ম মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। তার পুরো নাম বাবলু আহমেদ। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর মত বাবলুও হেলিকপ্টার শটে বেশ পারদর্শী আর এজন্যই তাকে “হেলিকপ্টার বাবলু” হিসেবে ডাকা হয়। এ নামেই তিনি বেশি জনপ্রিয় ও পরিচিত। অনেকে আবার তাকে “সিলেট এক্সপ্রেস” বলেও ডাকেন। [embed]https://www.youtube.com/watch?v=oOtRXNdHnM0[/embed] বাবলু যে কেবল বাংলাদেশেই খেলেন এমনটা না, ভারতে আয়োজিত টেপ টেনিসের বড় বড় টুর্নামেন্টের প্রধান আকর্ষণ থাকেন তিনি। বাবলুর নিজস্ব একটি ফেসবুক ফ্যান পেইজ আছে যেখানে নিজের খেলার ভিডিও আপলোড করেন। মূলত সেখান থেকেই বাবলু সবার নজর কাড়ে। একের পর এক নান্দনিক ক্রিকেটিং শটে ভক্তদের আনন্দ দেন তিনি। যতক্ষণ ক্রিজে থাকেন নিজের ক্লাস আর টাইমিং দিয়ে মাতিয়ে রাখেন গোটা ক্রিকেট মাঠ। এ বছরের শুরুতে দেশের টেপ টেনিস ক্রিকেটের বিশ্বকাপ বলে খ্যাত মসদই ক্রিকেট টুর্নামেন্টেও বাবলু তার নিজের দল নিউহ্যাম গ্ল্যাডিয়েটরসকে চ্যাম্পিয়ন করেছেন। আর নিজে জিতেছেন টুর্নামেন্ট সেরা ব্যাটারের পুরস্কার। টাঙ্গাইলের মসদই মাঠে বসে বাবলুর ম্যাজিক উপভোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মো. আশরাফুল ও বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মো. সাইফ উদ্দিন। অন্যদিকে বাবলুকে দলে ভেড়াতে কত টাকা দিতে হয় ক্লাবগুলোকে? এ বিষয়ে ভোরের কাগজকে বাবলু জানান, কোন ক্লাব বা দল তাদের নিজেদের হয়ে খেলাতে প্রতি ম্যাচে তাকে দিতে হয় আনুমানিক ১৫ থেকে ২৫ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App