×

খেলা

ডোপ টেস্ট পজিটিভ, জিম্বাবুয়ের ২ ক্রিকেটার নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম

ডোপ টেস্ট পজিটিভ, জিম্বাবুয়ের ২ ক্রিকেটার নিষিদ্ধ

ওয়েসলি মাধভেয়ার ও ব্র্যান্ডন মাভুতা

মাঠের পারফরমেন্সে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায়নি জিম্বাবুয়ে। উগান্ডা ও নামিবিয়ার কাছে হেরে তারা সে যাত্রায় ছিটকে যায়। তখন দায় কাধে নিয়ে পদত্যাগ করেন জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হটন। এবার দেশটির ২ ক্রিকেটার অ্যান্টি ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। যদিও এখনো সে নিষিদ্ধের মেয়াদ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

অভিযুক্ত দুই ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার ওয়েসলি মাধভেয়ার ও ব্র্যান্ডন মাভুতা। তাদের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক অভ্যন্তরীণ পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল পজিটিভ আসার পরই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

প্রতিবেদনটিতে বলা হয়, দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের শুনানি এখনো বাকি আছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। জেডসির শৃঙ্খলা কমিটির সঙ্গে ওই ক্রিকেটারদের বৈঠকের পর তাদের নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App