×

খেলা

প্রোটিয়াদের উড়িয়ে এগিয়ে গেল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

প্রোটিয়াদের উড়িয়ে এগিয়ে গেল ভারত

রবিবার প্রথম ওয়ানডে ম্যাচে প্রোটিয়া ব্যাটারকে সাজঘরে ফেরানো আবেশ খানকে ঘিরে ভারতীয় ফিল্ডারদের উল্লাস-ইন্টারনেট

জোহানেসবার্গে আজ সাদা বলে ভারতের পারফরম্যান্স দেখে মনে হতেই পারে, এই দলের বিশ্বকাপ ফাইনাল হারাটা বড় এক অঘটন। বিশ্বকাপজুড়ে দারুণ খেলা ভারত নিজ দেশের মাটিতে ফাইনালে হেরেছিল অজিদের বিপক্ষে। এবার নিজেদের সেই ক্ষুরধার ফর্মটাই তারা টেনে এনেছেন দ্বিপাক্ষিক সিরিজে। রবিবার (১৭ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকাকে রীতিমত লজ্জায় ডুবিয়েছে ভারতের বোলাররা। আরও একটু পরিষ্কার করে বললে টিম ইন্ডিয়ার দুই পেসার আর্শদীপ সিং ও আবেশ খানের আগুনে পুরে ভস্ম হয়েছে প্রোটিয়া ব্যাটাররা। ম্যাচে ভারতীয় পেস আক্রমণের তোপে পরে ২৭.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। পরে ১১৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাহুল বাহিনী। ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাই সুদর্শনের অপরাজিত ৫৫ এবং শ্রেয়াস আয়ারের ৫২ রানে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। আজ প্রোটিয়াদের ১০ উইকেটের ৯টি পেয়েছেন ভারতের দুই পেসার। প্রথম ভারতীয় পেসার হিসেবে ৫ উইকেট শিকার করেছেন আর্শদীপ সিং। এ ছাড়া ৪টি উইকেট গেছে আবেশ খানের দখলে। বাকি একটি উইকেট কুলদীপের দখলে গিয়েছে। এর আগে তিনটি ওয়ানডে খেলেছেন অর্শদীপ সিং। দুটিতে বোলিং করলেও উইকেটের দেখা পাননি। সেই অর্শদীপই আজ নিজের প্রথম ওভারে তুলে নেন ২ উইকেট, শেষ পর্যন্ত ইনিংসে ৫ উইকেটও। জোহানেসবার্গে অর্শদীপের উইকেটশিকারী হয়ে ওঠার দিনে অস্বস্তিকর রেকর্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে মাত্র ২৭.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে গেছে এইডেন মার্করামের দল। ঘরের মাঠে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান এটি। এর আগে ২০১৮ সালে ভারতের বিপক্ষেই ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল দলটি। শুধু সর্বনিম্ন দলগত রানই নয়, তার আগে ঘরের মাঠে সবচেয়ে কম রানে ৬ উইকেটও হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ ও আবেশ খানের তোপে মাত্র ৫২ রানেই ৬ উইকেট হারায় দলটি। এর আগে দলটি সর্বনিম্ন ৬৬ রানে ৬ উইকেট হারিয়েছিল ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাটিং বিপর্যয়ে পড়া দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি আসে ফিওকায়োর ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান জর্জির। অর্শদীপ ৫ উইকেট নেন ১০ ওভারে ৩৭ রান দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট নেয়া চতুর্থ ভারতীয় তিনি। ডানহাতি পেসার আবেশ নেন ৮ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট, যা ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা এই পেসারের ক্যারিয়ার সেরা।          

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App