×

খেলা

আমিরাতকে হারিয়ে এশিয়া সেরার মুকুট জিতল যুব টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

আমিরাতকে হারিয়ে এশিয়া সেরার মুকুট জিতল যুব টাইগাররা

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রবিবার সংযুক্ত আবর আমিরাতকে ২৮২ রানের বিশাল টার্গেট দেয় টাইগার যুবারা। ছবি: ইন্টারনেট

আমিরাতকে হারিয়ে এশিয়া সেরার মুকুট জিতল যুব টাইগাররা

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রবিবার সংযুক্ত আবর আমিরাতের বিপক্ষে সেঞ্চুরিপূর্ণ করার পর হেলমেট উঁচিয়ে ধরেন টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি। ছবি: ইন্টারনেট

আমিরাতকে হারিয়ে এশিয়া সেরার মুকুট জিতল যুব টাইগাররা

আমিরাতকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ার সেরার মুকুট জয় করেছে যুব টাইগাররা। ছবি: ইন্টারনেট

আমিরাতকে হারিয়ে এশিয়া সেরার মুকুট জিতল যুব টাইগাররা

ছবি: ইন্টারনেট

যুব বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের শিরোপা জয় করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সিনিয়র টাইগাররা তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলে শিরোপা জিততে না পারলেও যুবারা রবিবার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ার সেরার মুকুট জয় করেছে। আজ শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক আরব আমিরাতকে ২৮৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগার যুবা ব্যাটাররা। ২৪.৫ ওভারে ৮৭ রানে আরব আমিরাতের ইনিংস গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগার বোলারদের মধ্যে মারুফ মৃধা ও রোহানাত দৌলা বর্ষন ৩টি করে, ইকবাল হোসেন ইমন এবং শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশের ২৮৩ রানের চ্যালেঞ্জের জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আবর আমিরাতের ব্যাটাররা। দলীয় ১২ রানেই ওপেনার আরিয়ানস শর্মাকে সাজঘরে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। এরপর ৭ম ওভারের শেষ বলেই আরেক ওপেনার আকশাত রাইকে বোল্ড আউট করেন মারুফ। তাদের ব্যাট থেকে আসে ৯ এবং ১১ রান। এরপরের পাঁচ ওভারের মধ্যেই টানা তিন উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে ডানহাতি পেসার বর্ষন। [caption id="attachment_481754" align="alignnone" width="1600"] ছবি: ইন্টারনেট[/caption] এসময় তার শিকারে পরিণত হন তানিশ সুরি, ইথান ডি সুজা এবং অধিনায়ক আফজাল খান। ১২ ওভারে মাত্র ৪৫ রানে ৫ উইকেটের পতনে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। কিন্তু এতেই ক্ষান্ত হননি টাইগার বোলাররা। ১৫ তম ওভারের ৩ এবং ৪ নম্বর বলে টানা দুই উইকেট শিকার করেন ইকবাল হোসাইন ইমন। এরপর দলীয় ৭১ রানেই ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এলে ৮ম উইকেটের পতন ঘটে আরব দেশটির। হার্দিক পাইকে সরাসরি বোল্ড করে আউট করেন জীবন। তার পরের ওভারেই মারুফের তৃতীয় শিকারে পরিণত হন আয়মান। রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। এর আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে টাইগার যুবাদের ব্যাট করতে পাঠায় আরব আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খান। সেই সিদ্ধান্তই যেন শাপে বর হয়ে এসেছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। দুবাইয়ের ব্যাটিংবান্ধব উইকেটে অবশ্য শুরুটা খুব বেশি ভাল হয়নি। রান যেমন উঠেছে ধীরগতিতে। তেমনি দলীয় ১৪ রানের মাথায় জিশানের উইকেট টাইগারদের জন্য পরিস্থিতি খানিক কঠিনই হয়ে পড়ে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে সমস্যা হয়নি যুবাদের। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের বড় এক পার্টনারশিপ গড়েন ফর্মের তুঙ্গে থাকা শিবলী। দুজনের এই জুটিই অনেকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। দুজনেই রান তুলেছেন সাবলীল ভঙ্গিতে। ফিফটির দেখা পেয়েছিলেন দুজনেই। সবকিছু যখন ছিল ঠিকঠাক, তখনই আঘাত আসে টাইগার শিবিরে। ৬০ রান করে ফিরে যান রিজওয়ান। এরপরে ক্রিজে এসেই ঝড় তুলেছেন আরিফুল ইসলাম। শিবলীর সঙ্গে তার জুটি ছিল ৮৬ রানের। এরমাঝে ৫০ রান একাই তুলে ছিলেন আরিফুল। ৩৯ বলেই পেয়েছেন দুর্দান্ত ফিফটির দেখা। একইসঙ্গে শতকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন শিবলী। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় শতক। এবারের যুব এশিয়া কাপে তার পারফরম্যান্স অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গ্রুপপর্বের তিন ম্যাচে খেলেছিলেন ৭১, ৫৫* ও ১১৬* রানের ইনিংস। আজ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও জ্বলে উঠেছে ডানহাতি ও ওপেনারের ব্যাট। শিবলির ইনিংস থামে ১২৯ রানে। এ টুর্নামেন্টে ৫ ম্যাচে ৩৭৮ রান সংগ্রহ করে সর্বোচ্চ রানের মালিক এ যুবা টাইগার। [caption id="attachment_481700" align="aligncenter" width="1600"] দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রবিবার সংযুক্ত আবর আমিরাতের বিপক্ষে সেঞ্চুরিপূর্ণ করার পর হেলমেট উঁচিয়ে ধরেন টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি। ছবি: ইন্টারনেট[/caption] আজ শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করে দলের ইনিংসে রেখেছেন কার্যকরী ভূমিকা। তবে অবিচল ছিলেন শিবলী। নিজের ইনিংসটা টেনে নিয়েছেন ১২৯ পর্যন্ত। বাংলাদেশও তাতে পেয়েছে ২৮২ রানের পুঁজি রবিবার বাংলাদেশের ইনিংসটা মূলত দাঁড়িয়েছে দুটি জুটির ওপর ভিত্তি করে। আশিকুর দ্বিতীয় উইকেটে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে গড়েছেন ১২৫ রানের জুটি। ৭১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৬০ রান করেন রিজওয়ান। তার আউটের পর আশিকুরের সঙ্গে জুটি বাঁধেন আরিফুল ইসলাম। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৮৬ রান। আরিফুল ৪০ বলে ৬ চারে ৫০ রান করে আউট হয়েছেন। আশিকুর শেষ পর্যন্ত আউট হয়েছেন ১২৯ রানে। ১৪৯ বলের ইনিংসটিতে মেরেছেন ১২টি চার ও ১টি ছয়। শতক পূর্ণ করেছেন ১২৯ বলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App