×

খেলা

হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:২২ পিএম

হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

হারের পথে টাইগাররা

শুরুতে ভালো বোলিং করলেও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ৪৪ রানে হেরেছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

রবিবার (১৭ ডিসেম্বর) ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএস নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ বলে ১০৫ রান করেন ইয়াং। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। ২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করে টাইগাররা। ফলে ৪৪ রানে হেরে যায় দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বিজয়।

দলের টপ অর্ডার ব্যার্থ হলে শুরুতেই বিপর্যয়ে পরে টাইগাররা। গোল্ডেন ডাক দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। বিজয়ের একটি ক্যাচ মিস করেন জ্যাকব ডাফির। ৮ রানে জীবন পেয়ে করেন ইনিং সর্বোচ্চ ৪৩ রান।

শুবিধা করতে পারেননি অধিনায়ক শান্তও, ১৩ বলে ১৫ রান করে আউট হন। এরপর লিটন ক্রিজে এস ভালো শুরুর আভাস দিলেও ১৯ বলে ২২ করে তিনিও আউট হন। এরপর ব্যর্থতায় নাম লিখিয়েছেন মুশফিক, করেছেন ১০ বলে মাত্র ৪ রান। আফিফ-হৃদয় মাঝে কিছুটা প্রতিরোধ করতে চাইলেও ৩৩ রানে হৃদয় এবং ৩৮ রানে আফিফ আউট হলে পথ হারায় টাইগাররা। মিরাজ শেষে ২১ বলে ২৮ রানের ইনিংস খেললেও ততক্ষণে বাংলাদেশ পরাজয়ের দ্বারপ্রান্তে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামার আগে ডানেডিনে শুরু হয় বৃষ্টি। প্রায় ১ ঘন্টা দেরিতে শুরু করার জন্য ম্যাচ কমিয়ে ৪৬ ওভারে আনা হয়। ত্রিশ মিনিট পর আবারও বৃষ্টি শুরু হলে খেলা ৩০ ওভারে নিয়ে আসা হয়। ৩০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ২৩৯ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন উইল ইয়ং। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন পেসার শরিফুল ইসলাম। তাছাড়া ৫ ওভারে ৫৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App