×

খেলা

একনজরে দেখে নিন কোপা আমেরিকার সূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

একনজরে দেখে নিন কোপা আমেরিকার সূচি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী বছরের ২০ জুনে শুরু হবে কোপা আমেরিকার আসর। লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে কনকাকাফ অঞ্চলের ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে আর্জেন্টিনা গ্রুপ ‘এ’, স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ ‘সি’ ও ব্রাজিল পড়েছে গ্রুপ ‘ডি’তে। গ্রুপিং এর নিয়ম অনুযায়ী, কোন গ্রুপেই তিনের বেশি কনমেবল এর দেশ এবং দুইয়ের বেশি কনকাকাফ অঞ্চলের প্রতিনিধি থাকবে না। সে অনুযায়ী, আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই গ্রুপেই একসঙ্গে তিনটি কনমেবলের দেশ যুক্ত হয়েছে। একনজরে কোপা আমেরিকা -২০২৪ এর গ্রুপ গ্রুপ এ - আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১) গ্রুপ বি - মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা গ্রুপ সি - যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া। গ্রুপ ডি - ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২) একনজরে গ্রুপ পর্বের ম্যাচের সূচি  ২০ জুন, ২০২৪: আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী (মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম) ২১ জুন, ২০২৪: পেরু বনাম চিলি (এটি এন্ডটি স্টেডিয়াম)) ২২ জুন, ২০২৪: মেক্সিকো বনাম জ্যামাইকা (এনআরজি স্টেডিয়াম) ২২ জুন, ২০২৪: ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা (লিভাই’স স্টেডিয়াম) ২৩ জুন, ২০২৪: যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া (এটিএন্ডটি স্টেডিয়াম) ২৩ জুন, ২০২৪: উরুগুয়ে বনাম পানামা (হার্ড রক স্টেডিয়াম) ২৪ জুন, ২০২৪: ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী (সোফি স্টেডিয়াম) ২৪ জুন, ২০২৪: কলম্বিয়া বনাম প্যারাগুয়ে (এনআরজি স্টেডিয়াম) ২৫ জুন, ২০২৪: চিলি বনাম আর্জেন্টনা (মেটলাইফ স্টেডিয়াম) ২৫ জুন, ২০২৪: পেরু বনাম প্লে-অফ বিজয়ী (চিলড্রেন’স মার্সি পার্ক) ২৬ জুন, ২০২৪: ইকুয়েডর বনাম জ্যামাইকা (অ্যালিজায়ান্ট স্টেডিয়াম) ২৬ জুন, ২০২৪: ভেনিজুয়েলা বনাম মেক্সিকো (সোফি স্টেডিয়াম) ২৭ জুন, ২০২৪: উরুগুয়ে বনাম বলিভিয়া (মেটলাইফ স্টেডিয়াম) ২৭ জুন, ২০২৪: পানামা বনাম যুক্তরাষ্ট্র (মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম) ২৮ জুন, ২০২৪: কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ী (স্টেটফার্ম স্টেডিয়াম) ২৮ জুন, ২০২৪: প্যারাগুয়ে বনাম ব্রাজিল (অ্যালিজায়ান্ট স্টেডিয়াম) ২৯ জুন, ২০২৪: আর্জেন্টিনা বনাম পেরু (হার্ড রক স্টেডিয়াম) ২৯ জুন, ২০২৪: প্লে-অফ বিজয়ী বনাম চিলি (এক্সপ্লোরিয়া স্টেডিয়াম) ৩০ জুন, ২০২৪: জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা (কিউটু স্টেডিয়াম) ৩০ জুন, ২০২৪: মেক্সিকো বনাম ইকুয়েডর (স্টেট ফার্ম স্টেডিয়াম) ১ জুলাই, ২০২৪: বলিভিয়া বনাম পানামা (এক্সপ্লোরিয়া স্টেডিয়াম) ১ জুলাই, ২০২৪: যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে (অ্যারোহেড স্টেডিয়াম) ২ জুলাই, ২০২৪: প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়ে (কিউটু স্টেডিয়াম) ২ জুলাই, ২০২৪: ব্রাজিল বনাম কলম্বিয়া (লিভাই’স স্টেডিয়াম) কোয়ার্টার ফাইনালের সূচি ৪ জুলাই, ২০২৪: গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ (এনআরজি স্টেডিয়াম) ৫ জুলাই, ২০২৪: গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ (এটিএন্ডটি স্টেডিয়াম) ৬ জুলাই ২০২৪: গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ (অ্যালিজায়ান্ট স্টেডিয়াম) ৬ জুলাই ২০২৪: গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ (স্টেটফার্ম স্টেডিয়াম) সেমিফাইনাল ৯ জুলাই, ২০২৪: কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ী (মেটলাইফ স্টেডিয়াম) ১০ জুলাই, ২০২৪: কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ী (ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম) তৃতীয় স্থান নির্ধারণ ১৩ জুলাই, ২০২৪: সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দল (ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম) ফাইনাল ১৪ জুলাই, ২০২৪: সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ী (হার্ড রক স্টেডিয়াম)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App