×

খেলা

বৃষ্টিতে প্রথম সেশন পণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

বৃষ্টিতে প্রথম সেশন পণ্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের খেলা চলছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের খেলা শুরু হয়নি এখনো। অলসভাবেই ড্রেসিংরুমে প্রথম সেশন পার করে ফেলেছেন দুই দলের ক্রিকেটাররা।

বুধবার রাত থেকেই শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। যার প্রভাব সকালেও কমেনি। সকাল সাড়ে এগারোটা পেরিয়ে গেলেও থামেনি বৃষ্টি। পুরো মিরপুরের পিচ কাভারে আবৃত করা। সকাল থেকেই সেই কাভার সরানো হয়নি একবারের জন্যও। অথচ আগের দিন আলোকস্বল্পতার কারণে বাদ পড়া ওভার পুষিয়ে নিতে আজ কিছুটা আগেভাগেই খেলা শুরুর কথা ছিল।

আকাশের অবস্থা আর আবহাওয়ার সংবাদ ছাড়া এই মুহূর্তে খেলা শুরুর সঠিক সময় নিয়েও কোনো অনুমান করা সম্ভব না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি এই বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার পর্যন্তও থাকতে পারে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App