×

খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে ‘অবস্ট্রাক্ট দ্যা ফিল্ড’আউট মুশফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে ‘অবস্ট্রাক্ট দ্যা ফিল্ড’আউট মুশফিক

ছবি: ইন্টারনেট

প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে অবস্ট্রাক্ট দ্যা ফিল্ড আউট হলেন মুশফিকুর রহিম।

প্রচলিত ক্যাচ, বোল্ড বা অন্য আউটের বাইরে মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাত দিয়ে বল ধরার কারণে আউট হলেন।

নিউজিল্যন্ডের কাইল জেমিসনের  করা বলে ডিফেন্সিভ খেলেন মুশি। অসাবধানতাবশত বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই কিপার-ব্যাটার।

নিউজিল্যান্ড ‘হ্যান্ডলড দ্য বলের’ আবেদন করলে তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। ফলে প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকটে এমন আউট হলেন মুশফিক।

আইসিসির নিয়মে, ব্যাটদিয়ে এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের অনুমতি নিয়ে ব্যাটাররা কেবল বল স্পর্শ করতে পারেন। এর বাইরে বল স্পর্শ করলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App