×

খেলা

সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আফিদা খন্দকার তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেয়ার পর জোড়া গোল করেন তহুরা খাতুন। দুই ম্যাচের সিরিজ প্রথম শুক্রবার (১ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে দলটিকে হারায় সাবিনা-সানজিদারা। দুই দল দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জালান বেসার স্টেডিয়ামে সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল মেয়েরা। একই স্কোরলাইনে এবার জয় পেয়েছে বাংলাদেশ। চোটের কারণে কৃষ্ণা রানী সরকারের অনুপস্থিতিতে আক্রমণভাগের ধার নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে শুরুতেই তা দূর হয়ে যায়। প্রথম মিনিটেই গোল পেতে পারত বাংলাদেশ। কিন্তু বক্সে ঢুকে তহুরা গোলরক্ষককে একা পেয়েও দেরি করে ফেলেন, পরে ডিফেন্ডারদের চার্জে শটই নিতে পারেননি এই ফরোয়ার্ড। এই হতাশা অবশ্য স্থায়ী হয়নি; দুই মিনিট পরই গোল পেয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ছোট কর্নার নেওয়ার পর মারিয়া মান্দার কাছ থেকে ফিরতি পাস পেয়ে বক্সে লং বল বাড়ান; আফিদার হেডে বল ক্রসবারের ভেতরের দিকে লেগে গোললাইন পেরিয়ে যায়। ষোড়শ মিনিটে সাবিনার ছোট পাস ধরে একাধিক ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মারিয়া। শটটা তিনি নিলেও গোল পেতে পারতেন; তবে তার পাশে থাকা তহুরা দ্রুত টোকায় বল জড়িয়ে দেন জালে। চালকের আসনে বসার পর বাংলাদেশ চাপ ধরে রাখে সিঙ্গাপুরের রক্ষণে। বিরতির আগ পর্যন্ত অধিকাংশ সময় খেলাও হয় সফরকারীদের অর্ধে, কিন্তু ব্যবধান আরো বাড়িয়ে নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও শুরুটা বাংলাদেশ করে সিঙ্গাপুরকে চাপে রেখে। ৬০তম মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় দল। মাসুরা পারভীনের লং ক্রসের পেছনে ছুটছিলেন তহুরা, সিঙ্গাপুর গোলরক্ষকও বেরিয়ে আসেন পোস্ট ছেড়ে, বুদ্ধিদ্বীপ্ত চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তহুরা। ছুটির দিনে গ্যালারিতে আসা দর্শকরা মেতে ওঠেন উৎসবে। ৭৬তম মিনিটে মারিয়ার শট যায় পোস্ট ঘেঁষে। একটু পর সানজিদা খাতুনকে তুলে শাহেদা আক্তার রিপাকে নামান টিটু। ৮৪তম মিনিটে সাবিনার বাঁ দিকের বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হয়। কোচ টিটুর অধীনে প্রথম জয় পেল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পরও প্রথম জিতল মেয়েরা। সাফের শিরোপা এনে দেওয়ার পর কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন। এরপর খেলা পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে ড্র করেছিল দল, হেরেছিল দুইটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App