×

খেলা

ফাইনালসেরা ট্রাভিস হেড, টুর্নামেন্টসেরা কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম

ফাইনালসেরা ট্রাভিস হেড, টুর্নামেন্টসেরা কোহলি

ট্রাভিস হেড

ফাইনালসেরা ট্রাভিস হেড, টুর্নামেন্টসেরা কোহলি

বিরাট কোহলি

আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে নবমবারের মতো এবারের বিশ্বকাপে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন তিনি। ঘরের মাঠে এদিন বিশ্বকাপে রিকি পন্টিংয়ের ১৭৪৩ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপের এই পারফরম্যান্সের জন্য বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে ফাইনালে আজ ১৩৭ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে দারুণ ভূমিকা রাখেন হেড। তাই ফাইনালে ম্যাচসেরার পুরস্কারটিও জিতে নেন তিনি। আহমেদাবাদে রবিবার ভারতের বিপক্ষে ফাইনালে নামার পাঁচ ম্যাচে করেছিলেন ১৯২ রান। কিন্তু ফাইনালে এসে আজ তিনি নিজের জাত চেনালেন ভালো ভাবেই। এর আগে গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ১৬৩ রানের ইনিংস খেলে অজিদের জেতানোর পাশাপাশি ম্যাচসেরা হয়েছিলেন তিনি। রবিবার (১৯ নভেম্বর) ওপেনিংয়ে নেমে দলের জয়ের একেবারে দ্বারপ্রান্তে এসে ফেরার আগে ১২০ বলে ১৫ চার ও ৪ ছয় ১৩৭ রান করেন তিনি ।বল হাতে দুই ওভার বল করে ৪ চার দিয়ে কোন উইকেট পাননি। তবে তার অনবদ্য ইনিংস ম্যাচসেরা হওয়ার জন্য যথেষ্ঠ ছিল। এর আগে রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বকাপের ফাইনালে অজিদের হয়ে সেঞ্চুরি করে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন। [caption id="attachment_476474" align="aligncenter" width="1280"] বিরাট কোহলি[/caption] অন্যদিকে টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি স্বপ্নের মতো একটি বিশ্বকাপ কাটিয়েছেন। ব্যাট হাতে দলকে সরাসরি নেতৃত্ব দিয়েছেন ম্যাচের পর ম্যাচ জেতাতে। ব্যাট হাতে ১১ ম্যাচের ৯টিতেই পেয়েছেন রানের দেখা। ১১ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি নিয়ে প্রায় ৯৬ গড়ে ৭৬৫ রান করেছেন। যা এক বিশ^কাপে কোনো ব্যাটারের করা সর্বোচ্চ রান। এর আগে ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের আগে কোহলির রান ছিল ১০৩০। এক আসরেই ৭৬৫ রান করে তার মোট রান এখন ১৭৯৫। আহমেদাবাদে আজ ব্যাটিংয়ে নেমে চার চারে ৬৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে যান তিনি। অজিদের দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়কের রানসংখ্যা ছিল ১৭৪৩। এর আগে ইডেন গার্ডেনে নিজের ৩৬তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচীনকে ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। এরপর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। সেই ম্যাচে ৮০ রান করার সঙ্গে সঙ্গে এক বিশ^কাপে শচীনের সব থেকে বেশি রান করার রেকর্ডও ভেঙে দেন তিনি। এদিনই বিশে^র ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এক বিশ্বকাপে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। পরে গড়েন একমাত্র খেলোয়াড় হিসেবে ৭০০ রান করার রেকর্ড। কোহলি এবারের আসরে মোট চার মারেন ৬৮টি, ছক্কা হাঁকান ৯টি। তার স্ট্রাইক রেট ৯০.৩৫।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App