×

খেলা

৩ উইকেট হারিয়ে বিপদে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

৩ উইকেট হারিয়ে বিপদে ভারত

ছবি: ইন্টারনেট

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে ভারত। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। মাত্র ১১ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে ভারত। শুরু থেকে আগ্রাসী ভারত ৮১ রানে হারিয়েছে তিন টপ অর্ডার। দলীয় ৩০ রানে জাম্পার ক্যাচ বানিয়ে গিলকে (৪) আউট করেন স্টার্ক। এরপর কোহলির সঙ্গে জুটি করে আগ্রাসী খেলছিলেন রোহিত। সেই জুটি বড় হতে দেননি ম্যাক্সওয়েল। হেডের দুর্দান্ত ক্যাচে ব্যক্তিগত ৪৭ রানে উইকেট হারায় ভারত অধিনায়ক। রোহিতের পরপরই শ্রেয়াস আইয়ারকে সাজঘরে পাঠিয়ে আহমেদাবাদকে স্তব্ধ করে দিয়েছেন প্যাট কামিন্স। ৩ বলে ৪ রান শ্রেয়াসের। পাঁচ নম্বরে নেমেছেন লোকেশ রাহুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে ভারত। আগের ম্যাচে জয়ের ধারাবাহিকতায় এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। ছয় ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও দুই স্পিনার আছেন। অস্ট্রেলিয়ার একাদশেও নেই পরিবর্তন। কামিন্সের দলে চার বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন দুই ব্যাটিং অলরাউন্ডার। ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড। উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপে মোহালিতে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে বদলা নেয় মহেন্দ্র সিং ধোনির দল। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে আবার অস্ট্রেলিয়া ভারতকে ৯৫ রানে হারিয়ে বদলা নেয়। শেষ দুটি ম্যাচ অবশ্য ভারতই জিতেছে, ২০১৯ ও চলতি আসরের গ্রুপপর্বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App