×

খেলা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত পাবে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত পাবে?

ছবি: ইন্টারনেট

২০০৩ সালের ২০ বছর পর এক দিনের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে রোহিত শর্মারা। অন্য দিকে টানা আটটি ম্যাচ জিতে ট্রফির লড়াইয়ে প্যাট কামিন্সের দল। দুই দলের জন্যই থাকছে মোটা আর্থিক পুরস্কার। বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি টাকারও বেশি। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত ভারত। রাউন্ড লিগ পর্বের সব ম্যাচ জেতার পর পর সেমিফাইনালেও জয় এসেছে। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারত লিগ পর্বে ৯টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা। বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার। ভারতীয় দল রানার্স আপ হলে পাবে ২০ লাখ ডলার। অন্য দিকে, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলে বা রানার্স হলে ভারতের থেকে ৮০ হাজার ডলার কম পাবে। কারণ কামিন্সেরা লিগ পর্বের দু’টি ম্যাচ হেরেছেন। সেমিফাইনালের পরাজিত দু’দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বকাপে সব চেয়ে বেশি আর্থিক পুরস্কার জেতার সুযোগ রয়েছে রোহিতদের সামনেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App