×

খেলা

ডাচদের উড়িয়ে সেমিতে অপরাজিত ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম

ডাচদের উড়িয়ে সেমিতে অপরাজিত ভারত

বেঙ্গালুরুতে রবিবার নিজের প্রথম ওভারেই ডাচ ব্যাটার ওয়েসলি বারেসিকে আউট করার পর সিরাজের উল্লাস। ছবি: ইন্টারনেট

বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আজ নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে ৯ ম্যাচের ৯টিই জিতে অপরাজিত থেকে লিগপর্ব শেষ করেছে স্বাগতিক ভারত। ডাচদের বিপক্ষে শেষবারের মত মাঠে ঝালাই করতে নামা কোহলিরা অপরাজিত থেকেই কিউইদের বিপক্ষে সেমিতে মাঠে নামবেন। অন্যদিকে ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নভঙ্গ হয়েছে স্কট অ্যাডওয়ার্ডসদের। ফলে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে থেকে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করেছে টাইগাররা। বুধবার প্রথম সেমিফাইনালে ভারতের মোকাবিলা করবে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে আজ রবিবার (১২ নভেম্বর) শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির পাশাপাশি তিন টপঅর্ডার ব্যাটারের ফিফটিতে ৪ উইকেটে ৪১০ রানের পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বিশাল রানের পাহাড়ে চাপা পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে শেষপর্যন্ত ৪৭.৫ ওভারে ২৫০ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। বেঙ্গালুরুতে স্বাগতিকদের দেয়া ৪১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অভিজ্ঞ ওয়েসলি বারেসি হারায় ডাচরা। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যকারম্যান। কিন্তু তাদের ৬১ রানের জুটি ভেঙ্গে অ্যাকারম্যানকে ব্যক্তিগত ৩৫ রানে ফেরান কুলদিপ। ৩০ রানের মাথায় ফিরে যান ও’ডাউডও। ক্রিজে থিতু হয়ে ইনিংস বড় করতে না পারার ব্যর্থতায় চাপা পড়েন ডাচ ব্যাটাররা। দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করে সিরাজের বলে বোল্ড হয়ে সাইব্রান্ড এঙ্গেলব্রেখট ফিরে গেলে ম্যাচ থেকে পুরোপুুরি ছিটকে যায় ডাচরা। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ১৭ রান করে বিরাট কোহলির বলে সাজঘরে ফেরেন। এছাড়া ডি লিডের ১২, তেজা নিদামানারুর ৫৪ রান কেবল পরাজয়ের ব্যবধান কমাতে সাহায্য করে। শেষপর্যন্ত ৪৭.৫ ওভারে ২৫০ রানেই থামে ডাচদের ইনিংস। ভারতের হয়ে সিরাজ, বুমরাহ, কুলদিপ যাদব ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন। এছাড়া বিরাট কোহলি ও রোহিত শর্মা ১টি করে উইকেট তুলে নেন। এর আগে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু পায় ভারত। মাত্র ৩০ বলে ফিফটির পরই ফন মিকেরেনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন বিশ্বের এক নম্বর ব্যাটার গিল। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩২ বলে ৫১ রান করেন তিনি। ফিফটি হাঁকিয়ে বিদায় নেন অধিনায়ক রোহিতও। ৮টি চার ও ২টি ছক্কায় ৫৪ বলে ৬১ রান করেন তিনি। রোহিত ও গিলের মত হাফ-সেঞ্চুরির করেন কোহলিও। এক আসরে সর্বোচ্চ ৭বার করে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে ভারতের শচীন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেন কোহলি। কোহলির বিদায়ের পর রাহুলকে সঙ্গে নিয়ে ২০৮ রানের রেকর্ড জুটি গড়েন আয়ার। দুজনই তুলে নেন সেঞ্চুরি। চতুর্থবারের মত ওয়ানডেতে এক ইনিংসে প্রথম পাঁচ ব্যাটারই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন। ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি করতে ৬২ বল খেলেন রাহুল। বিশ^কাপে ভারতের পক্ষে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষওভারের পঞ্চম বলে আউট হবার আগে ১১টি চার ও ৪টি ছক্কায় ৬৪ বল খেলে ১০২ রান করেন রাহুল। অন্যপ্রান্তে ৯৪ বলে ১০টি চার ও ৫টি ছক্কা ১২৮ রানে অপরাজিত থাকেন আয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App