×

খেলা

টেস্ট ক্রিকেটে টস থাকছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ০১:০৭ পিএম

টেস্ট ক্রিকেটে টস থাকছে
অবশেষে সব জল্পনা-কল্পনা শেষে টেস্ট ক্রিকেটে টস থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আইসিসি। মঙ্গলবার মুম্বাইতে অনুষ্ঠিত আইসিসির ক্রিকেট কমিটির সভায় টেস্ট ক্রিকেটে টসের প্রথা থাকছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে টস-প্রথা উঠিয়ে দেওয়ার গুঞ্জন বের হয়েছিল।এই গুঞ্জনে সুর মিলিয়ে ছিলেন অনেক তারকারা। কেউ ছিলেন পক্ষে আবার কেউ বিপক্ষে। টস উঠিয়ে দিয়ে সেখানে সফরকারী দলকে টস ছাড়াই ব্যাটিং কিংবা বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়ার বিষয়ে কথা উঠেছিল। মঙ্গলবারের আইসিসির তাদের এক বিবৃতিতে জানায়, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে টস প্রথা থাকবে। কিন্তু ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে হোম টিমকে ভালো পিচ বানানোর দায়িত্ব দেয়া হোক এই দাবি এসেছে। এখানে সুর মিলিয়েছেন অনিল কুম্বলে, মাইক গ্যাটিং, মাহেলা জয়বর্ধনে, মাইক হোসেন ও ডেভিড বুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App