×

খেলা

ভারত-নেদারল্যান্ডস লড়াইয়ে আজ শেষ হচ্ছে লিগপর্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১১:০৫ এএম

ভারত-নেদারল্যান্ডস লড়াইয়ে আজ শেষ হচ্ছে লিগপর্ব

ছবি: ইন্টারনেট

এক মাস সাত দিনের ধুন্ধুমার লড়াইয়ের পর আজ ভারত ও নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপের লিগপর্ব শেষ হতে চলেছে। টানা আট জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। অন্যদিকে আট ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট পাওয়া ডাচদের আগামী ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে হলে জয়ের বিকল্প নেই। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এখন পর্যন্ত ওয়ানডেতে মাত্র দুবার মুখোমুখি হয়েছে ভারত ও নেদারল্যান্ডস। দুবারই বিশ্বকাপের মঞ্চে। দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত। ২০০৩ সালে ৬৮ রানে এবং ২০১১ সালে ৫ উইকেটে জিতেছিল ভারত। শতভাগ জয় নিয়ে লিগপর্ব শেষ করতে চায় স্বাগতিক ভারত। লিগপর্বে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবকটিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ইন্ডিয়া। লিগপর্বের শেষ ম্যাচও জিতে অপরাজিত থেকে সেমিফাইনাল খেলতে নামতে চায় ভারত। ১৫ নভেম্বর থেকে শুরু হবে সেমিফাইনাল পর্ব। অন্যদিকে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দিতে ভারতের বিপক্ষে জিততে চায় নেদারল্যান্ডস। সেমিফাইনালের আগে জয়ের মধ্যে থাকতে পারলে দল অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে মনে করছেন ভারত কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘লিগপর্ব প্রথম ৮ ম্যাচেই দল ভালো খেলেছে। সবগুলো ম্যাচেই দারুণ জয় ছিল। লিগপর্বের শেষ ম্যাচটিও আমরা জিততে চাই। জয় দিয়ে লিগপর্ব শেষ করাই এখন মূল লক্ষ্য। যাতে শতভাগ জয় নিয়ে সেমিফাইনালে খেলতে নামতে পারি আমরা। এতে ছেলেদের মধ্যে মনোবল চাঙা থাকবে।’ ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে ৮ ম্যাচে ৫৫ গড়ে করেছেন ৪৪২ রান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলেন ৮৭ রানের ম্যাচসেরা ইনিংস। এছাড়া সাবেক অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও হাসছে বিশ্বকাপে। সব মিলিয়ে আট ম্যাচে ১০৬ গড়ে ৫৪৩ রান এসেছে এই ব্যাটারের হাত থেকে। এছাড়া লোকেশ রাহুল, শুভমান গিল, সুর্যকুমার যাদবরাও রয়েছেন ভালো ছন্দে। এবারের বিশ্বকাপে বল হাতে দারুণ ফর্মে রয়েছেন জাসপ্রিত বুমরাহ। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সেরা পাঁচে। এছাড়া চার ম্যাচেই ১৬টি উইকেট পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ শামি। এই দুই পেসার ছাড়াও দলে রয়েছেন ১০ উইকেট নেয়া মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের মতো বোলার। স্পিনার হিসেবে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দন অশ্বিনরা তো আছেনই। কুলদীপ ১২ ও জাদেজা ১৪টি উইকেট শিকার করেছেন। তবে সেমির আগে দলের বাকি সদস্যদের এদিন ঝালিয়ে নিতে পারে ভারত। অপরদিকে, ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে নেদারল্যান্ডস। সেমির আশা আগেই শেষ হয়েছে তাদের। তবে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে নেদারল্যান্ডসের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবার দৌঁড়ে আছে ইংল্যান্ড-বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের মতো ৪ করে পয়েন্ট আছে তাদের। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড বা বাংলাদেশের এক দলকে হারতে হবে এবং ভারতের বিপক্ষে নেদারল্যান্ডসকে জিততে হবে। তাহলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে ডাচরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণের জন্য ভারতের বিপক্ষে জিততে চায় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারানো নেদারল্যান্ডস। দলের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বলেন, ‘চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ পেলে, সেটিও হবে বড় অর্জন। কিন্তু তার আগে বেশ কিছু সমীকরণ আমাদের পক্ষে থাকতে হবে। এছাড়া ভারতের বিপক্ষে জিততে হবে আমাদের। তবে সমীকরণ যাই হোক না কেন, আমাদের মূল লক্ষ্য থাকবে বিশ্বের আরো একটি সেরা দলকে এবারের বিশ্বকাপে হারানো। ভারতকে হারিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই আমরা।’ আট খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে রয়েছে বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মত দলের বিপক্ষে দুটি দুর্দান্ত জয় আছে তাদের। টেস্ট খেলুড়ে– প্রোটিয়াদের পর টাইগারদের বিপক্ষে জয়কে পুঁজি করে এবার স্বাগতিকদের বধ করতে বদ্ধপরিকর ডাচরা। দলের রয়েছেন ম্যাক্স ও’ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যকারম্যান ও অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস এর মত নির্ভরযোগ্য ব্যাটার। এছাড়া বল হাতে আরিয়ান দত্ত, ফন মিকারেন, ফন ডার মারউইর মতো বোলাররা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। এবারের আসরের ৪৫তম তথা লিগপর্বের ম্যাচে শেষ হাসি হাসবে কে তা সময়ই বলে দিবে। গতকালের ম্যাচের মধ্য দিয়েই নিশ্চিত হয়ে গেছে এবারের বিশ্বকাপের শেষ চারে কে কার মুখোমুখি হচ্ছে। প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি হবে ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমিতে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন্সে ম্যাচটি গড়াবে ১৬ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App