×

খেলা

ম্যাক্সওয়েল ঝড়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১১:২৩ পিএম

ম্যাক্সওয়েল ঝড়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

গ্লেন ম্যাক্সওয়েল

আফগানদের জয় কেড়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান সমর্থকরা ৭ উইকেট হারানোর পর ভেবেছিলেন ম্যাচ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। আফগান সমর্থকরা ম্যাচ জয়ের উৎসবের অপেক্ষায় ইনজুরিকে সঙ্গী করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া চাট্টিখানি কথা নয়। এক কথায় অসাধারণ খেলেছে সে। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট অনুরাগীদের মন জয় করেছেন ম্যাক্সওয়েল। খাদের কিনারা থেকে দলকে একাই টেনে তুলে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইতিহাস গড়েছেন তিনি। বিশ্বকাপে একাধিক ডাবল সেঞ্চুরির ঘটনা থাকলেও ইনজুরি নিয়ে ম্যাক্সওয়েলের ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা। ওয়াংখেড়ে থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল। তার ইনিংসে ২১ চার এবং ১০টি নান্দনিক ছক্কার মার রয়েছে। ক্রিকেটের একটি অতি পরিচিত বাক্য- ক্যাচ মিস তো ম্যাচ মিস। আফগানদের ছুড়ে দেয়া ২৯২ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই টপ অর্ডার বিধ্বস্ত হওয়া অজিদের ত্রাণকর্তা হয়ে হাজির হন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সেমিতে নিজেদের জায়গা নিশ্চিত করলেন অজিরা। ২২তম ওভারে লেগ স্পিনার নুর আহমদের করা ৫ম বলে ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ ফাইন লেগে মিস করে বসেন অভিজ্ঞ ক্রিকেটার মুজিব-উর রহমান। সরাসরি হাতের তালুতে নিয়েও বলটি ফেলে দেন মুজিব। সেই একটি ‘লাইফ’ই ম্যাচের পুরো চিত্র বদলে দিয়েছে। এরপর থেকে ম্যাক্সওয়েল একাই অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে। ৯১ রানে ৭ম উইকেট হারানোর পর যেখানে নিশ্চিত পরাজয়ের স্বাদ নিতে যাচ্ছিলো অস্ট্রেলিয়া, সেখান থেকে ম্যাচটি জিতে যায় শুধুমাত্র ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে। ওয়ার্নার, ট্রাভিস হেড, লাবুশেন, জস ইংলিশ, স্টয়নিজের মতো ব্যাটাররা যখন একে একে ফিরে যান আফগানদের সাঁড়াসি আক্রমণের মুখে, তখন একা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। একাই তিনি শাসন করেন আফগান বোলারদের। ৭৬ বলে ১০টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। ম্যাচের মাঝপথে আঘাত পেলেও ১২৮ বল খেলে ২১ চার ও ১০ ছক্কায় তুলে নেন এবারের আসরের প্রথম দুইশতকের মাইলফলক। অপরাজিত থাকেন ২০১ রান করে। ১৯ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়লাভ করে শুরুতে ধুঁকতে থাকা অজিরা। প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েলের ২০২ রানের জুটিতে কামিন্সের অবদান ছিল মাত্র ১২ রান। অসাধারণ ব্যাটিং দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন অস্ট্রেলীয় এই ডানহাতি অলরাউন্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App