×

খেলা

টাইগারদের ২৮০ রানের টার্গেট দিল লঙ্কানরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

টাইগারদের ২৮০ রানের টার্গেট দিল লঙ্কানরা

দিল্লীতে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ধনাঞ্জয়া ডি সিলভাকে স্ট্যাম্পিং করেন মুশফিকুর রহিম। ছবি: ইন্টারনেট

দিল্লির অরুণ জেটলিতে বায়ুদুষণ উপেক্ষা করে বিশ্বকাপে অষ্টম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাট করতে নেমে অ্যাঞ্জোলো ম্যাথিউসের টাইমড আউট নাটকের পর ৪৯.৩ ওভারে ২৭৯ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। পাঁচে নেমে সেঞ্চুরি হাঁকান চারিথ আসালঙ্কা। এদিকে বিশ্বকাপ অভিষেকেই ৩টি উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। শেষ চারের স্বপ্ন আগেই শেষ হয়ে যাওয়ায় এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করাই দুদলের মূল লক্ষ্য। এছাড়াও টাইগারদের সামনে সুযোগ রয়েছে এশিয়া কাপের হারের বদলা নেয়ার। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ২৮০ রান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম ওভারেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে বিদায় করেন শরিফুল ইসলাম। প্রথম ওভারের শেষ বলে ব্যাটের কোনায় লেগে মুশফিকের ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচের আগে তার ব্যাট থেকে আসে ৪ রান। শুরুর ধাক্কা সামলে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ইনিংস মেরামত শুরু করেন। তাদের ৬১ রানের জুটি ভেঙে স্বস্তি এনে দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শরিফুল হাতে তালুবন্দি করেন হওয়ার আগে কুশল করেন ১৯ রান। পরের ওভারেই আঘাত হানেন তানজিম সাকিব। এবার সেট ব্যাটার নিশাঙ্কাকে বিদায় করেন এই ডানহাতি পেসার। তার দ্রুতগতির বল নিশাঙ্কার ব্যাটে কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। ওয়ানডে বিশ্বকাপে এটাই তানজিম সাকিবের প্রথম উইকেট। ফেরার আগে ৩৬ বলে ৪১ রান করেছেন নিশাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে সামারাবিক্রমার সঙ্গে জুটি বাধেন চারিথ আসালঙ্কা। তাদের ৭৩ রানের পার্টনারশিপ ভাঙ্গেস আবার সাকিবই। এরপরই ক্রিকেট বিশ্ব নতুন এক ইতিহাসের সাক্ষী হয়। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে যান লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি। যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস। কিন্তু ততক্ষণে তিন মিনিটেরও বেশি সময় পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ঘটল এমন ঘটনা। তবে ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইমড আউট হয়েছেন ব্যাটাররা। ম্যাথিউসের বিদায়ের পর প্রথমে ধনাঞ্জয়া ডি সিলভা ও এরপর মহেশ থিকশানার সঙ্গে জুটি বেধে রানের চাকা সচল রাখেন আসালঙ্কা। তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। তানজিম সাকিবের বলে ফেরার আগে ১০৫ বলে ৬টি চার ও ৫ ছয়ে করেন ১০৮ রান। এছাড়া ডি সিলভা ৩৪ ও থিকশানা করেন ২২ রান। শেষপর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে ২৭৯ রানে। টাইগারদের হয়ে তানজিম সাকিব ৩টি, শরিফুল ও সাকিব আল হাসান দুটি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App