×

খেলা

ইংলিশদের বিপক্ষে অজিদের লড়াকু সংগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম

ইংলিশদের বিপক্ষে অজিদের লড়াকু সংগ্রহ

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ শনিবার (৪নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ব্যাট উঁচিয়ে ধরেন অস্ট্রেলিয়ার মারনাশ লাবুশেন - ইন্টারনেট

এবারের ভারত বিশ্বকাপে সবচেয়ে দুর্ভাগ্য দল ইংল্যান্ড। এত এত তারকা ক্রিকেটার নিয়েও এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। বিশ্বকাপের শেষ চার উঠার স্বপ্ন নিভেই গিয়েছে তাদের। দলটির লক্ষ্য এখন টেবিলে আটের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়া। নিজেদের ৭ম ম্যাচে আজ শনিবার অজিদের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় তারা। টসে হেরে ব্যাট করতে নেমে মারনাস লাবুশেনের ফিফটির উপর ভর করে করে ৪৯.৩ ওভারে ২৮৬ রানের সংগ্রহ করে অজিরা। ইংলিশদের হয়ে ৪ টি উইকেট নেন ক্রিস ওকস। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২৮৭ রান। আহমেদাবাদে টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে দলীয় ১১ রানে ওকসের বলে স্লিপ অঞ্চলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া ট্রাভিস হেড। এরপর ষষ্ঠ ওভারে ওকসের করা শর্ট বলে মিড উইকেটে ডেভিড উইলির হাতে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার আসে ৪৮ রান। লাবুশেনের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে তুলে দলীয় ১১৩ রানে আদিল রাশিদের করা বলে কাট করতে গিয়ে মঈন আলির হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ। ফেরার আগে করেন ৪৪ রান। তার ঠিক ৩ রান পরেই রশিদের করা ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মঈনের কাছে ক্যাচ দিয়ে আউট হন উইকেটরক্ষক ব্যাটার জস ইংলিস। ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে গ্রিনের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলকে একটু স্বস্তি এনে দেন লাবুশেন। উডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭১ রান। ফিফটির খুব কাছে গিয়েও ব্যর্থ হন ক্যামেরুন গ্রিন। সুইপ করতে গিয়ে ৪৭ রানের মাথায় তার লেগ স্ট্যাম্প উপড়ে ফেলেন ডেভিড উইলি। এরপর দলীয় ২৪১ রানে ৩৫ রান করা মার্কোস স্টয়নিস লিভিংস্টোনের বলে আউট হন। শেষদিকে জাম্পার ১৯ বলে ২৯ রানের কল্যাণে ২৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ইংলিশদের হয়ে ক্রিস ওকস চারটি ছাড়াও দুইটি করে উইকেট নেন মার্ক উড এবং আদিল রশিদ। এছাড়াও একটি করে উইকেট নেন উইলি এবং লিভিংস্টোন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App