×

খেলা

ডাচদের ২২৯ রানে গুটিয়ে দিল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম

ডাচদের ২২৯ রানে গুটিয়ে দিল টাইগাররা

টানা চার পরাজয়ে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সুযোগ। তবুও হাল ছাড়তে নারাজ টাইগাররা। কলকাতার ইডেন গার্ডেনে বাচা মরার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শনিবার (২৮ অক্টোবর) সেমির আশা বাচিয়ে রাখতে জিততেই হবে এমন পরিসংখ্যান নিয়ে মাঠে নামা টাইগার বোলারদের তোপে ২৩০ রানে থামে ডাচরা। টসে হেরে ফিল্ডিংয়ে নামে টাইগারদের দারুণ শুরুর পরও স্কট অ্যাডওয়ার্ডসের ফিফটিতে শেষ পর্যন্ত ৫০ ওভার ২২৯ রানে গুটিয়ে যায় ডাচরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন তাসকিন, মোস্তাফিজ,শরিফুল ও শেখ মেহেদী। অপর উইকেটটি তুলে নেন সাকিব আল হাসান।

কলকাতায় নতুন বলে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই উইকেটের দেখা পান তাসকিন। এই ডানহাতি পেসারের ফুল লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ দেন বিক্রমজিত সিং। সাকিবের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩ রান। পরের ওভারে আরেক ওপেনারকে ফেরান শরিফুল ইসলাম। অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বলে খোঁচা মারতে গিয়ে ধরা পড়েন ম্যাক্স ও’ডাউড। প্রথম স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তানজিদ তামিম। দ্রুত দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেদারল্যান্ডস। কিন্তু ৬৩ রানের মাথাতেই পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ৪১ রানের মাথায় মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে সাকিবের সহজ ক্যাচে পরিণত হন বারেসি। এদিকে সাকিবকে সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন কলিন অ্যাকারম্যান। শর্ট-ফাইনলেগে মোস্তাফিজের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান।

অন্যদিকে এবারের আসরে নিজের সপ্তম উইকেট নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার বনে যান সাকিব। তার উইকেট সংখ্যা এখন ৪১টি। ৬৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৬৩ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল ডাচরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন এডওয়ার্ডস। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন বাস ডি লিড। তবে উইকেটে থিতু হয়ে তাসকিনের ব্যাক অব লেন্থের বল কাট করতে গিয়ে উইকেট পেছনে ক্যাচ দিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১৭ রান। এরপর সাইব্রান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক স্কট। ফিল্ডারদের হাতে তিনবার জীবন পাওয়া এই ব্যাটার তুলে নেন বিশ্বকাপের দ্বিতীয় অর্ধশতক। দলীয় ১৮৫ রানে মোস্তাফিজের বলে ফেরার মিরাজের হাতে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৬ চারে ৬৮ রান করেন তিনি। পরের ওভারেই সাইব্রান্ডকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। ৬১ বলে ৩ চারে এই ডানহাতি ব্যাটার করেন ৩৫ রান। এরপর রিয়াদের দারুণ থ্রোতে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শারিজ আহমেদ। এরপর শরিফুলকে ছয় হাঁকিয়ে পরের বলেই ফিরে যান আরিয়ান দত্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App