×

খেলা

ওয়ার্নার-ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে অজিদের রানের পাহাড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম

ওয়ার্নার-ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে অজিদের রানের পাহাড়

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান ডেভিড ওয়ার্নার। ছবি: ইন্টারনেট

দীর্ঘ ১৬ বছর পর এবারের বিশ্বকাপে আজ (২৫ অক্টোবর) মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পায় অজিরা। এই নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেল এই অজি ওপেনার। এটি তার ক্যারিয়ারের ২২ তম ওয়ানডে এবং বিশ্বকাপ আসরের ৬ষ্ঠ সেঞ্চুরি। এরপর মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখল করেন গ্লেন ম্যাক্সওয়েল।এছাড়াও ফিফটি পেয়েছেন স্টিভেন স্মিথ এবং মারনাস লাবুশেন। জয়ের জন্য ডাচদের প্রয়োজন ৪০০ রান। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪র্থ ওভারেই লোগান ফন ভিকের বলে অ্যাকারম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার মিচেল মার্শ। এরপর স্টিভেন স্মিথকে নিয়ে ১৩২ রানের জুটি গড়ে তোলেন ওয়ার্নার। দলীয় ১৬০ রানে আরিয়ান দত্তের বলে ফন ডার মারউইয়ের কাছে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। ফেরার আগে করেন ৭১ রান। এরপর ৩৬ তম ওভারে ৬২ রানে সাজঘরে ফিরেন লাবুশেন। সেঞ্চুরির পর ওয়ার্নারও বেশিক্ষণ খেলতে পারেননি। ৯৩ বলে ১১টি চার এবং ৩টি ছক্কায় ১০৪ রানেই তার ইনিংসের ইতি টানেন। ক্রিজে থিতু হতে পারেননি জশ ইংলিসও। তার ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর দলীয় ২৯০ রানে সাইব্রান্ড এঙ্গেলব্রেটের এক দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ৮ রান করে ফেরেন ক্যামেরুন গ্রিন। ২৯০ রানে ৬ উইকেট হারানের পর বড় স্কোর থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় থাকে। কিন্তু এরপরই শুরু হয় ম্যাক্সওয়েল শো। মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি এবং ৪০ বলে তুলে নেন শতক। বিশ^কাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৮টি ছয় ও ৯ চারে ফেরেন ১০৪ রান করে। শেষপর্যন্ত চারশ থেকে মাত্র ১ রান দুরে থামে অজিদের ইনিংস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App