×

খেলা

ভারতের বিপক্ষে ২৭৩ রানের মামুলি পুঁজি পেল কিউইরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম

ভারতের বিপক্ষে ২৭৩ রানের মামুলি পুঁজি পেল কিউইরা
ভারতের বিপক্ষে ২৭৩ রানের মামুলি পুঁজি পেল কিউইরা

ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে আজ রবিবার (২২ অক্টোবর) ভারতের বিপক্ষে ১৫৯ রানের জুটি গড়ার পথে রানের জন্য প্রান্ত বদল করেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্র। ছবি: ইন্টারনেট

ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে আজ এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থাকা দুদল ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়। নিজেদের পঞ্চম ম্যাচে স্বাগতিকদের জয়ের জন্য রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। টসে হেরে ব্যাট করতে নেমে ধীরগতির শুরুর পর ড্যারেল মিচেলের সেঞ্চুরি ও রাচিন রবীন্দ্রের ৭৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার ২৭৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে শামি সর্বোচ্চ ৫টি উইকেট নেন। এ ম্যাচ জিততে হলে রোহিত- কোহলিদের প্রয়োজন ২৭৪ রান। ধর্মশালায় আজ রবিবার (২২ অক্টোবর) টসে হেরে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে ব্যাট চালাতে শুরু করেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। তবে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান কনওয়েকে বেশিক্ষণ থাকতে দেননি মোহাম্মদ সিরাজ। ৯ বল খেলে কোন রান না করেই ফেরেন তিনি। আরেক ওপেনার ইয়াংও উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৭ রান করা এই ওপেনারকে বোল্ড করেছে মোহাম্মদ শামি। ১৯ রানের মাথাতেই দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেখান থেকে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। এই দুইজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৫৯ রানের জুটি। অবশ্য এই জুটি অনেক আগেই ভাঙতে পারতো। ভারতীয়রা বেশ কিছু মিস ফিল্ডিং করায় তাদের অপেক্ষা বেড়েছে। অবশেষে ৩৪তম ওভারে রবীন্দ্রকে ফেরান শামি। এই পেসারের করা স্লো অফ কাটারে লং অনে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৭ বলে ৭৫ রান। রবীন্দ্র ফেরার পর দ্রুত ফিরে যান অধিনায়ক টম লাথামও। ৭ বলে ১ চারে তিনি ৫ রান করে কুলদিপের বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। ছয়ে নামা গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি বেধে রানের চাকা সচল রেখেছিলেন মিচেল। তুলে নেন এবারের আসরে প্রথম ও ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিও। দলীয় ২৪৩ রানের মাথায় কুলদিপকে তুলে মারতে গিয়ে অধিনায়ক রোহিতের হাতে ক্যাচ দেয়ার আগে ফিলিপস করেন ২৩ রান। এরপর চ্যাপম্যান বুমরাহর প্রথম শিকার হয়ে ফিরে যান ৬ রান করে। এরপর শামির করা পরপর দুই বলে ফিরে যান মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি। তবে হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দেন লকি ফার্গুসন। শেষপর্যন্ত ড্যারেল মিচেলের ১৩০ রানের সুবাদে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ২৭৩ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App