×

খেলা

ডাচদের হারিয়ে লঙ্কানদের প্রথম জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম

ডাচদের হারিয়ে লঙ্কানদের প্রথম জয়

আজ শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কার বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন নেদারল্যান্ডসের ফিল্ডাররা। ছবি: ইন্টারনেট

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের নিজেদের চতুর্থ ম্যাচে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। আজ শনিবার (২১ অক্টোবর) ভারতরত্ন একানা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের জাতাকলে পরে শুরুতেই ৯১ রানে ৬ উইকেট হারায় ডাচরা। সেখান থেকে সাইব্রান্ড এঙ্গেলব্রেচ এবং লোগান ভ্যান ভিকের ১৩০ রানের জুটির উপর ভর করে ২৬২ রানের লড়াকু পুঁজি পায় তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে সাদিরা সামারাবিক্রমার অপরাজিত ৯১ ও পাথুম নিসাঙ্কার ৫৪ রানের উপর ভর করে ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। ফলে ৫ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে লঙ্কানরা। অল্পের জন্য এবারের বিশ^কাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া থেকে বঞ্চিত হন সামারাবিক্রমা। ১০৭ বলে ৯১ রান করে ম্যাচসেরা হন তিনিই। ডাচদের ছুঁড়ে দেয়া ২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। পঞ্চম ওভারে আরিয়ান দত্তের করা শর্ট এবং ওয়াইড বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার কুশল পেরেরা। এরপর প্রথম পাওয়ারপ্লের শেষ ওভারে অধিনায়ক কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান আরিয়ান দত্তই। তার করা বলে স্লগ সুইপ করতে গিয়ে টপ এডজের শিকার হয়ে শর্ট ফাইন লেগে ফন ভিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই লঙ্কান অধিনায়ক। প্রথম পাউয়ার প্লে-তে দুই উইকেট পড়ে বেশ চাপেই পড়ে শ্রীলংকা। দলীয় ১০৪ রানে ভ্যান মিক্রিনের বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের দিকে হাটেন পাথুম নিসাঙ্কা। ৩৩ তম ওভারে আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে ফেরেন আসালাঙ্কা। এরপর সাদিরা সামারাবিক্রমা ও ডি সিলভার ৭৬ রানের জুটি জয়ের দ্বাড়প্রান্তে নিয়ে যায় লঙ্কানদের। ম্যাচের একদম শেষদিকে ৩০ রানে আউট হন ডি সিলভা কিন্তু তাতে জয় পেতে অসুবিধা হয়নি মেন্ডিস-পেরেরাদের। ডাচদের হয়ে ৩টি উইকেট নেন আরিয়ান দত্ত। এর আগে চাপের মুখে ডাচদের লোয়ার মিডল অর্ডারের দুজনে উপহার দিয়েছেন ১৩০ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। দুজনের জোড়া অর্ধশত রান নেদারল্যান্ডসের ইনিংসকে টেনে নিয়ে গিয়েছে ২৬২ পর্যন্ত। এঙ্গেলব্রেট ৭০ রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। আর ভ্যান ভিক খেলেছেন ৫৯ রানের ইনিংস। লঙ্কানদের সামনে টার্গেট ২৬৩ রানে। দিনের শুরুটা ছিল পুরোপুরি শ্রীলঙ্কার বোলারদের। আগের তিন ম্যাচে কোন জয় নেই। নেদারল্যান্ডসের বিপক্ষেই প্রথম পয়েন্ট পেতে মরিয়া লঙ্কানরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ডাচদের। চতুর্থ ওভারে বিক্রমজিৎ সিং এবং এরপর দশম ওভারে ম্যাক্স ও’ ডাউড। দুজনেই ফিরেছেন কাসুন রাজিথার বলে। একজন এলবিডব্লিউ হয়েছেন, অন্যজন সরাসরি বোল্ড। ৫৪ রান কলিন আকারম্যান আর ৬৮ রানে বাস ডি লিড ফিরে গেলে ব্যাপক চাপে পড়ে নেদারল্যান্ডস। ডাচদের দুই নির্ভরযোগ্য ব্যাটারই হতাশ করেছেন। ইনিংস বড় করতে পারেনি তেজা নিদামানুরু আর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফলে ৯১ রানেই হারায় ৬ষ্ঠ উইকেট। সাইব্র্যান্ড এবং ভ্যান ভিকের প্রতিরোধ শুরু সেখান থেকেই। শুরুতে ধীরগতিতে ব্যাট করেছেন। এরপর সময় বুঝে চড়াও হয়েছেন লঙ্কান বোলারদের ওপর। দুজনের সময়োপযোগী ব্যাটিং ডাচদের স্কোরবোর্ডে যোগ করেন ১৩০ রান। যদিও পরে স্কুপ করতে গিয়ে দিলশান মাদুশাঙ্কার বলে বোল্ড হন সাইব্র্যান্ড। এরপর লোগান ভ্যান ভিক অনেকটা একাই টেনেছেন। করেছেন অর্ধশতকও। রাজিথার বলে ফেরার আগে করেছেন ৫৯ রান। শেষদিকে ভ্যান ডার মারওয়ে ও পল ভ্যান মিক্রিনেরা ইনিংস বড় করতে না পারলেও, ঠিকই ২৬২ রানের সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে ডাচরদের জন্য। লঙ্কানদের পক্ষে সফল বোলার ছিলেন রাজিথা এবং মাদুশাঙ্কা। দুই পেসারই পেয়েছেন ৪টি করে উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App