×

খেলা

ডাচদের ক্ষোভ ইংলিশদের ওপরে ঝাড়ল প্রোটিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম

ডাচদের ক্ষোভ ইংলিশদের ওপরে ঝাড়ল প্রোটিয়ারা

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ শনিবার (২১ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৪২ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্কাম। ছবি: ইন্টারনেট

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপে ঘুরে দাড়ানোর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে বেঞ্চে বসিয়ে এডেন মার্কামের নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন বিপক্ষে খেলতে নেমে হেনরিক ক্লাসেনের সেঞ্চুরি ও তিন ফিফটিতে রানের পাহাড় দাঁড় করায় প্রোটিয়ারা। বাভুমার পরিবর্তে একাদশে জায়গা পাওয়া রেজা হেনড্রিক্স করেন ৭৫ বলে ৮৫ রান। এছাড়া ক্লাসেন করেন ৬৭ বলে ১০৯ রান। ইংলিশদের হয়ে রিস টপলি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২০১১ বিশ^কাপের ফাইনালের ভেন্যু ওয়াংখেড়েতে ব্যট করতে নেমে প্রথম বলেই চার মেরে টপলিকে স্বাগত জানান প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ডি কক। কিন্তু পরের বলেই উইকেট রক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান আরেক ওপেনার রেজা হেনড্রিক্স ও রাসি ফন ডার ডুসেন। তাদের ১২১ রানের পার্টনারশিপে ম্যাচে ফিরে প্রোটিয়ারা। আদিল রাশিদের বলে জনি বেয়ারস্ট্রোর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ডুসেন করেন ৬১ বলে ৮ চারে ৬০ রান। দলীয় ১৬৪ রানের সময় আবার আঘাত হানেন রশিদ। এবার হেনড্রিক্সকে সরাসরি বোল্ড করেন এই স্পিনার। বিশ^কাপে প্রথম ম্যাচে খেলতে নেমে ৭৫ বলে ৯ চার ও ৩ ছয়ে করেন ৮৫ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক এডেন মার্কামের সঙ্গে জুটি বেধে প্রোটিয়াদের রানের চাকা সচল রাখেন হেনরিক ক্লাসেন। তাদের ৬৯ রানের জুটি ভাঙ্গেন টপলি। ৪৪ বলে ৪২ রান করে টপলিকে তুলে মারতে গিয়ে বেয়ারস্ট্রোর হাতে ক্যাচ দিয়ে বসেন মার্কাম। এরপর ইনফর্ম ডেভিড মিলারকেও ফেরান এই পেসার। দ্রুত দুই উইকেটের পতনের পরও রানের গতিতে লাগাম টানতে পারেনি ইংলিশ বোলাররা। ৪৩.৬ ওভারে ক্লাসেন টপলিকে ছয় হাঁকালে টানা ষষ্ঠ ম্যাচে আগে ব্যাট করে তিনশ পেরোয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। শেষ দশ ওভারে ইংলিশ বোলারদের ওপর চার ছক্কার বৃষ্টি হাঁকান মার্কো জানসেন ও ক্লাসেন। বিশ^কাপে প্রথম ফিফটি তুলে নিয়ে জানসেন অপরাজিত থাকেন ৪২ বলে ৭৫ রান করে। অন্যদিকে ক্লাসেন ১২ চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ১০৯ রান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App