×

খেলা

রাকিবের গোলে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৬:১৭ পিএম

রাকিবের গোলে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

রাকিবের গোলে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচে আজ (১৭ অক্টোবর) মালদ্বীপের বিপক্ষে গোলদাতা রাকিবকে ঘিরে জামালদের উল্লাস। ছবি: ইন্টারনেট

ফিফা বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে আজ বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ১১ মিনিটের মাথায় রাকিবের গোলে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। বিশ্ব কাপের বাছাইপর্বে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জামালদের। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় হ্যাভিয়ের কাবরেরা শিষ্যরা। সম্প্রতি ফুটবলে বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়ার মতো। মালদ্বীপের বিপক্ষে তাদের মাঠে ড্র করার আগে শক্তিশালী আফগানিস্তানকে রুখে দেয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু সেগুল ছিল প্রীতি ম্যাচ। ঘরের মাঠে আজ ফিফা র‌্যাংঙ্কিংয়ে ১৫৫তম স্থানে থাকা মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই পর্বে আসতে পারলে অন্তত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ ফুটবল দল। সেইসঙ্গে বাড়বে এএফসি এশিয়া কাপে খেলার সুযোগ। তবে আগের ম্যাচে অ্যাওয়ে গোল থাকলেও তা বাংলাদেশকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছে না। অ্যাওয়ে গোলের নিয়ম বহাল থাকলে ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও চলত তাদের।তাই ম্যাচ ড্র হলে ম্যাচ চলে যাবে অতিরিক্ত সময়ে। তাতেও ফলাফল না এলে টাইব্রেকারে নামবে দুই দল। মালদ্বীপকে পেছনে ফেলতে পারলে দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে স্থান পাবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App