×

খেলা

অজিদের বিপক্ষে লঙ্কানদের ২০৯ রানের মামুলি সংগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৫১ পিএম

অজিদের বিপক্ষে লঙ্কানদের ২০৯ রানের মামুলি সংগ্রহ

ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার (১৬ অক্টোবর) একনা স্টেডিয়ামে শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে অজিদের উচ্ছাস -ইন্টারনেট

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার (১৬ অক্টোবর) লখ্নৌয়ের একনা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২১০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ২১.৪ ওভারে ১২৫ রান তুলে ফেললেও শেষপর্যন্ত মিডল অর্ডারের ব্যর্থতায় ৪২.৩ ওভারে ২০৯ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কার ৬১ ও কুশাল পেরেরার ৭৮ ছাড়া রান পাননি তেমন কেউই। অজিদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। লখ্নৌতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই লঙ্কান ওপেনার কুশাল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। দুজনই আক্রমণাত্মক ব্যাটিং করেন। এই জুটির ভয়-ডরহীন ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে পাত্তাই পাননি মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডরা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে ফেলে লঙ্কানরা। শতরানের জুটি গড়ার পর ২২তম ওভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন প্যাট কামিন্স। তার আগেই অবশ্য টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা। ৫৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। কামিন্সের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৬১ রান। এরপর কুশাল পেরেরাকেও ফিরিয়েছেন অধিনায়ক কামিন্স। ব্যক্তিগত ফিফটি করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন এই ওপেনার। তবে ২৭তম ওভারে ৭৮ রানের মাথায় কামিন্সের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। তিনে নেমে সুবিধা করতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিস। ২৮তম ওভারের শেষ বলে অ্যাডাম জাম্পাকে স্লগ সুইপ করতে গিয়ে বল তুলে দেন আকাশে। খানিকটা দৌড়ে এসে ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ডেভিড ওয়ার্নার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান। মেন্ডিসের পথেই হেঁটেছেন আরেক সেঞ্চুরিয়ান সাধিরা সামারাবিক্রমাও। এই ব্যাটারকেও ফিরিয়েছেন জাম্পা। ৩০তম ওভারের প্রথম বলটি স্টাম্পের ওপর করেছিলেন জাম্পা। টার্ন করেনি, সোজা প্যাডে আঘাত হানে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন ব্যাটার, কিন্তু লাভ হয়নি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৮ রান। বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ হওয়ার আগে ৩২.১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান। বিরতির থেকে ফিরে এক বল পড়েই ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। তিনি করেন ১৩ বলে ১ চারে ৭ রান। কামিন্সের থ্রোতে রান আউটের শিকার হয়ে ফেরার আগে ভেল্লালাগে করেন ২রান। এরপর চামিকা করুনারত্নে ও মাহেশ থিকশানাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। লাহিরু কুমারাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন স্টার্ক। শেষ ব্যাটার হিসেবে মাধুশঙ্কার উইকেটটি তুলে নেন লঙ্কানদের ইনিংস দুইশ পেরোয় চারিথ আসালাঙ্কার ২৫ রানের কল্যাণে। জাম্পা ছাড়াও অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App