×

খেলা

রশীদের ম্যাচসেরা পুরস্কার উৎসর্গ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ০২:১৬ পিএম

রশীদের ম্যাচসেরা পুরস্কার উৎসর্গ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উজ্জ্বল ছিলেন আফগানিস্তানের ১৯ বছর বয়সী ক্রিকেটার রশীদ খান। সম্প্রতি আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়। আহত হয় অারও অনেকে। গতকাল রশীদ খান তার ম্যাচসেরার পুরস্কার বোমা বিস্ফোরণে নিহতদের প্রতি উৎসর্গ করেন। রশীদ খান বলেন, সম্প্রতি আমার হোমটাউনে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি আমার ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করতে চাই। তিনি আরও বলেন, এটি আমাদের বহুল প্রতীক্ষিত জয় ছিল। সব বিভাগেই আমি আমার শতভাগ দিতে চেয়েছি। আমি আমার ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। শেষ দিকে এটি দরকার ছিল। আমি ব্যাটসম্যান হিসাবে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। গত বছরের তুলনায় এই বছর আমি আমার ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি। এই ম্যাচে তিনি ১০ বল খেলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। আবার বল হাতে চার চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। পাশাপাশি দুইটি ক্যাচও নেন তিনি। তাই ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে রশীদ খানের হাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App