×

খেলা

দ্বিতীয় রাউন্ড শেষে দলগুলোর অবস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৭ এএম

দ্বিতীয় রাউন্ড শেষে দলগুলোর অবস্থান
দ্বিতীয় রাউন্ড শেষে দলগুলোর অবস্থান

গত ৫ অক্টেবর শুরু হয়ে এরই মধ্যে প্রতিটি দলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। সেখানে সবচেয়ে বড় চমক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুটি ম্যাচে পরাজয়।

টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বর্তমান আফগানিস্তান। এর ঠিক ওপরেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বকাপের চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রানরেট ২.৩৬০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রানরেট ১.৯৫৮, তৃতীয় স্থানে থাকা স্বাগতিক ভারতের রানরেট ১.৫০০ আর চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ০.৯২৭।

দ্বিতীয় রাউন্ড শেষে দলগুলোর অবস্থান  

পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ স্থানে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজয়ের ফলে তারা এ স্থানে অবস্থান করছে। তাদের নেট রানরেট -০.৬৫৩। এক জয় ও সমান পরাজয়ে তাদের থেকে একধাপ ওপরে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের নেট রানরেট ০.৫৫৩।

বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি চারটি দল। তারা হলো শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তবে রানরেটের ভিত্তিতে অস্ট্রেলিয়ার আগে অবস্থান করছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App