×

খেলা

মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলই মাঠে নামছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘরের মাঠে খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (১৩ অক্টোবর) ভোর ৫টায়। শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আতিথেয়তা দেবে ভেনেজুয়েলাকে। তার আগে রাত আড়াইটায় কলম্বিয়া খেলবে উরুগুয়ের বিপক্ষে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ নিয়ে থাকে একটু বাড়তি উন্মাদনা। আর তার অন্যতম মূল কারণ লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে মেসি পারেন না সেই দুর্নাম ঘুচেছে কোপা আমেরিকা জয়ের।

এদিকে ব্রাজিলের ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে। এই দলটির বিপক্ষে ২৯ ম্যাচ খেলে ব্রাজিল হেরেছে মাত্র দুবার। ড্র তিনটি, জয় ২৪টি। সবশেষ ২০০৮ সালে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল ভেনেজুয়েলা। তাই এই ম্যাচে ফেভারিট ব্রাজিল। বৃহস্পতিবার মাঠে নামলেই রেকর্ড হবে নেইমারের। ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হবেন তিনি। ১২৬ ম্যাচ নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন নেইমার। অপরজন দানি আলভেস। ১৪২ ম্যাচ খেলা কাফু আছেন সবার ওপরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App