×

খেলা

রেকর্ড গড়ে লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১১:৫৬ পিএম

রেকর্ড গড়ে লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানের জয়

হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে বাউন্ডারি হাঁকান পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান -ইন্টারনেট

ভারত বিশ্বকাপের ষষ্ঠদিন একটি জমজমাট ম্যাচ দেখেছে বিশ্ব। হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে মঙ্গলবার (১০ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে কুশাল পেরেরা ও সাদিরা সমরাবিক্রমার জোড়া শতকে ৩৪৪ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারানোর পরও আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের শতকে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। এবারের আসরের টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পথে পাকরা বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে। মোহাম্মদ রিজওয়ান ১৩১ রানে এব ইফতিখার আহমেদ ২২ রানে অপরাজিত থাকে। শ্রীলঙ্কার বিশাল রানের পাহাড়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের ৩.৩ ওভারেই কুশাল পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১২ বলে ১২ রান করা ইমাম উল হক। এরপর তিনে নামা বাবর আজমও উইকেটে থিতু হতে পারেননি। ১৫ বলে ১০ রান করে বাবর ফিরলে ৩৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের ইনিংসের হাল ধরেন। দুজনে মিলে গড়েন ১৭৬ রানের জুটি। ২৪৬ রানের মাথায় পাথিরানার বলে পরিবর্তীত ফিল্ডার হেমন্তের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ওপেনার আব্দুল্লাহ শফিক হাঁকান তার ক্যারিয়ারের প্রথম শতক। ১০৩ বলে ১১৩ রানের ইনিংসে ছিলো ১০টি চার ও ৩টি ছক্কার মার। এরপর সৌদ সাকিলকে নিয়ে পাকিস্তানের জয় ও নিজের শতকের পথে এগিয়ে যান রিজওয়ান। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় শতক। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। এটিই বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিলো ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ৩২৮ রানের চেস করে জিতেছিল। পাকিস্তানের বিপক্ষে টস জিতে মঙ্গলবার ব্যাট করতে নেমে মাত্র ছয় রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে, ওপেনার নিসাম পাথুংকার সাথে জুটি গড়ে তোলেন তিনে নামা কুশল মেন্ডিস। দুইজনই তুলে নেন অর্ধ-শতক। তবে, ব্যক্তিগত ৫১ রানে পাথুংকা ফিরে গেলেও কুশল মেন্ডিস নতুন নামা সাদিরা সমরবিক্রমের সাথে আরেকটি জুটি গড়ে তোলেন। প্রথম থেকেই পাক বোলার ওপর চড়াও হয়ে খেলতে থাকা মেন্ডিস পাক পেসার হাসান আলিকে ছক্কা হাকিয়ে তুলে নেন তার ক্যারিয়ারের চতুর্থ শতক। এটি শ্রীলঙ্কার বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতক। হাসান আলির এরপরের ওভারে পর পর দুটি ছক্কা হাঁকান কুশল। এরপরের বলেই আবারো বড় শট খেলতে গিয়ে বল সপ্তম আসমানে পাঠিয়ে দেন কুশল। সে বলটি ইমাম উল হক তালু বন্দি করলে থামে কুশল মেন্ডিসের ৭৭ বলে ১২২ রানের মারকুটে ইনিংস। পুরো ইনিংস জুড়েই পাক বোলারদের ওপর স্টিম রোলার হাঁকিয়ে কুশল হাঁকান ১৪টি চার ও ৬টি ছক্কা! অন্যপ্রান্তের সামারাবিক্রমা অর্ধÑশতক তুলে নিয়ে এগোতে থাকেন শতকের দিকে। ৮১ বলেই তিনি পেয়ে যান কাঙ্কিত বিশ্বকাপ সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি আউট হন ৮৯ বলে ১০৮ রানের ইনিংস খেলে। এটিই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে হাসান আলি ৪টি ও হারিস রউফ ২টি উইকেট তুলে নেন। ১৪ অক্টোবর বিশ্বকাপের মেগা ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। অন্যদিকে, শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৬ অক্টোবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App